Home » আন্তর্জাতিক উড়ান যাত্রার ক্ষেত্রে কেন্দ্রের তরফে নয়া গাইডলাইন,৭ দিনের আইসোলেশন বাধ্যতা মূলক

আন্তর্জাতিক উড়ান যাত্রার ক্ষেত্রে কেন্দ্রের তরফে নয়া গাইডলাইন,৭ দিনের আইসোলেশন বাধ্যতা মূলক

 

করোনার চোখ রাঙ্গানিতে কাবু গোটা দেশ। প্রতিদিনই নিজের রেকর্ড নিজেই ভাঙছে এই মারন ভাইরাস।প্রায় ৭ মাস পর দেশে কোভিড গ্রাফ ১ লক্ষ স্পর্শ করল।করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি হল মহারাষ্ট্র।

প্রতিদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় আরো দ্রুত সংক্রমিত হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। যা গতদিনের তুলনায় বেশ খানিকটা বেশী। যার জেরে দৈনিক পজিটিভিটি রেট হল ৯.২৮ শতাংশ।মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে ৩০ হাজার ৮৩৬ জন করোনাকে জয় করলেও, ২৮৫ জন এই মারন ভাইরাসে প্রাণ হারিয়েছে।

করোনায় সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৯২৫ জন। যার মধ্যে শুধু মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজারের বেশী। পাশাপাশি, করোনায় কাবু এরাজ্যও। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা অনেকেটাই বেড়েছে।রাজ্যে আক্রান্তের সংখ্যা  ১৮ হাজার ২১৩ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৮৪ জন।রাজ্যে আক্রান্তের সংখ্যার দ্বিতীয় স্থানে রয়েছে, উত্তর ২৪ পরগনা।

পশ্চিমবঙ্গের পরেই রয়েছে যথাক্রমে দিল্লি, আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৩৫, তামিলনাড়ুতে  আক্রান্ত  ৯৮১ এবং কর্নাটকে  ৪৪৯ জন। দেশে নতুন উদ্বিগ্নতা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশে এখন পর্যন্ত মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছে ৩০৭১ জন, যার মধ্যে ১২০৩ জন সুস্থ্য হলেও, দুজনের প্রাণ হারানোর ঘটনাও সামনে এসেছে।

 

 


ইতিমধ্যেই, করোনার বাড়বাড়ন্তে আন্তর্জাতিক উড়ান যাত্রার ক্ষেত্রে কেন্দ্রের তরফে নয়া গাইডলাইন জারি করা হয়েছে।ইউরোপীয় দেশ সহ ইউ.কে, নাইজেরিয়া, জিম্বাবয়ে, দঃ আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে ভারতে আসতে গেলে বিশেষ সতর্কতা নিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিমানে ভ্রমন করা যেকোন যাত্রীর জন্য ৭ দিনের আইসোলেশন বাধ্যতা মূলক। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

About Post Author