সময়কলকাতা ওয়েবডেস্কঃ বারো মাসে তেরো পার্বণ, আর তেরো পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ সংক্রান্তি। হাতে গোনা আর কয়েকদিন তার পরই বাঙালি মেতে উঠবে পৌষ সংক্রান্তি উৎসবে।আর এই উৎসবের অন্যতম সামগ্রী গুলির মধ্যে অন্যতম তিলের খাজা ও কদমা।হাতে আর বেশি সময় নেই তাই বেজায় ব্যস্ত তিলের খাজা ও কদমার কারিগরেরা।এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাল পাড়ায়।দিনরাত এক করে রুপকুমার পালের কারখানায় তৈরি হচ্ছে তিলের খাজা ও কদমা।তার হাতের তৈরি তিলের খাজা ও কদমা তিনি যেমন বিভিন্ন হাটে বাজারে বিক্রি করেন তেমনি খুচরো ও পাইকারিও বিক্রি করেন।সারা বছর বাতাসা সহ বিভিন্ন সামগ্রী তৈরি করলেও সংক্রান্তি উপলক্ষ্যে বেশ কয়েকদিন ধরেই তিলের খাজা ও কদমা বানান একটু বাড়তি লাভের আশায়। প্রতিবছর ভালো ব্যবসা হলেও এবছর একটু চিন্তা কারণ হল বাড়তি করোনার সংক্রামণ। এবার ব্যবসা কি হবে, তা নি য়ে চিন্তায় আছেন তিনি । তবু একটু লাভের আশায় পরিবারের অন্যান্য সদস্যের সহয়তায় দিন রাত এক করে তিলের খাজা ও কদমা বানাতে ব্যস্ত রুপকুমার পাল।
More Stories
রাজ্যে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ, প্রায় ১০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ এল হাওড়ায়, শুক্রবার থেকে মিলছে বাজারে, জানেন দাম কত?
আরজি করের উদাহরণ টেনে, ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে হতাশা প্রকাশ করলেন মীর
Kolkata Tram: বিলুপ্তির পথে দেড়শো বছর পুরানো ট্রাম পরিষেবা, চলবে শুধু ‘জয় রাইড’, সিদ্ধান্ত পরিবহণ দফতরের