Home » ফের ভুয়ো পুলিশ কলকাতায়! পুলিশ পরিচয়ে সাহায্য চেয়ে, গাড়িতে উঠে চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

ফের ভুয়ো পুলিশ কলকাতায়! পুলিশ পরিচয়ে সাহায্য চেয়ে, গাড়িতে উঠে চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

সময় কলকাতা ডেস্কঃ ফের কলকাতায় সন্ধান মিলল ভুয়ো পুলিশের। এবার রীতিমতো পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে চুরির অভিযোগ উঠল বিশ্বনাথ দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কে গ্রেপ্তার করে  কলকাতা পুলিশ। সুত্রের খবর,রবীন্দ্র সরোবর থানা এলাকার বাসিন্দা অভিষেক দে বিশ্বাস নামে এক ব্যক্তি গত ৩রা জানুয়ারি রাতে  গাড়ি নিয়ে কলকাতা বিমানবন্দরে যাওয়ার সময় সায়েন্স সিটির মোড়ে রাত ১০:১০ নাগাদ পরমা আইল্যান্ড এর কাছে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তার গাড়ি থামান। এরপর নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে  ওই ব্যক্তি অভিষেক বাবুর কাছে লিফট চান।বলেন তাকে এবং তার পরিবারের সদস্যদের চিংড়িঘাটা মোড়ের কাছে নামিয়ে দেওয়ার জন্য। লিফট দিতে রাজি হলে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি সহ আরো তিন মহিলা গাড়িতে বসেন এবং প্রত্যেকেই চিংড়িঘাটা মোড়ে নেমে যান। পরে অভিষেক বাবু খেয়াল করেন গাড়ির পিছনে থাকা তার ল্যাপটপট ও টাকা পয়সার ব্যাগ উধাও। এরপরই বৃহস্পতিবার প্রগতি ময়দান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন অভিষেক বাবু ।

অভিষেক দে বিশ্বাস-এর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। খতিয়ে দেখা হয় সায়েন্স সিটির এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ। অবশেষে হদিশ মেলে অভিযুক্তদের। চিহ্নিত করা যায় মূল অভিযুক্তকে। এরপরই বিধান নগর দক্ষিণ থানা এলাকার নবপল্লী এলাকা থেকে বিশ্বনাথ দে সহ আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জেরার পর নিজের অপরাধ স্বীকার করে অভিযুক্ত। তাকে জেরা করে জানা যায়, ওই দিন রাতে তার সঙ্গে একই অপরাধে লিপ্ত ছিলেন তাঁর স্ত্রী এবং আরও এক মহিলা। এর পরেই অভিযুক্তের স্ত্রী মীরা এবং লক্ষ্মী দে নামে আরো দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় মামলা রুজু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

About Post Author