সময় কলকাতা ডেস্ক : নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের চোরাকারবারি কৌস্তভ কুন্ডুকে আটকে দিল বগুলা হাসপাতালের সামনে রক্ত আন্দোলন সংগঠনের কর্মী বৃন্দ। অভিযুক্তের গলায় পরিয়ে দিল জুতোর মালা। স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, অবিলম্বে এই ব্যক্তিকে সাসপেন্ড করতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে।
তাদের দাবি, দিনের পর দিন যে হারে রক্ত নিয়ে কালোবাজারি করা করেছে ওই ব্যক্তি তাতে শুধু তাকে শুধু বদলি করে দেওয়া এটা কোন শাস্তি হতেই পারে না। তাই তাকে অবিলম্বে সাসপেন্ড করে উপযুক্ত শাস্তি দিতে হবে।এই নিয়ে গত দু’দিন ধরে নদীয়া জেলার বিভিন্ন হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠনের আন্দোলনকারীরা।
শনিবার বগুলা হাসপাতালে অভিযুক্ত ব্যক্তি তার কাজে যোগ দিতে গেলে তাকে সেখানে ঘিরে তাকে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সেখানেই তাকে পরিয়ে দেওয়া হয় জুতোর মালা। আর এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। তার বক্তব্য রাজ্য সরকার কাটমানি এবং দুর্নীতিতে ভরে গেছে এবং যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত তাদের মাথার ওপর রয়েছে তৃণমূলের হাত। তাই তাদের সাজা দেওয়ার বদলে প্রমোশন হয়। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা।
রক্তদাতাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলে জানান বিক্ষোভকারীরা।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত