আবুল কায়ুম, সময় কলকাতা ডেস্কঃ
কতটা সফল হবেন লালহলুদের আগামী কোচ মারিও রিভেরা? এবারের আই এস এলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইস্টবেঙ্গলের ব্যর্থ কোচ মানালো দিয়াজের চাকরি যাওয়ার পরে এনিয়ে সমর্থকদের আগ্রহের মাঝে আশার আলো দেখাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং। তাঁর কোচিংয়ে লাল হলুদের চেহারা পাল্টেছে অনেকটাই। শরীরি ভাষা বদলে মাঠে এসেছে আগ্রাসন।এবারের আইএসএলের শীর্ষস্থানে থাকা মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধেও দুরন্ত ফুটবল উপহার দিল রেনেডি সিংএর দল। স্বভাবতই নতুন করে ভাবনা চিন্তার অবকাশ তৈরি করেছেন রেনেডি। স্বল্প মেয়াদে মাঠে এখনও হার মানেন নি তিনি ।বিদেশি কোচেদের প্রাধান্য দেওয়ার তত্ত্বকে যেন রীতিমতো মাঠের বাইরেই ফেলে দিচ্ছেন রেনেডি সিং । একই টিম নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন মানালো দিয়াস।রেনেডি সিং স্টপগ্যাপ কোচের দায়িত্ব পাওয়ার পর মাঠে ঠিক তার বিপরীত চিত্র। পর পর দুটো ম্যাচে ড্রয়ের পর রেনেডির উপর আস্থা রাখছেন সমর্থকরা।
রেনেডি সিংহ-র হাত ধরেই ঘুরে দাঁড়াচ্ছে লাল হলুদ।শেষ দুটি ম্যাচে সঙ্ঘবদ্ধ ফুটবল খেলেছে দল। যা এতদিন ছিল অনুপস্থিত ।গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দুরন্ত লড়াই করলো ইস্টবেঙ্গল। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, জয় অধরা থেকেছে তবুও সাইড লাইনের পাশ থেকে কোচের আগ্রাসী মনোভাব এবার যেন ঢুকে পড়েছে খেলোয়াড়দের রক্তমজ্জায়, যার একান্তই অভাব ছিল এতদিন।
শুক্রবার,চলতি মরসুমে আই এস এলের অন্যতম শক্তিশালী মুম্বই দলের বিরুদ্ধে রক্ষণকে মজুবত রাখার জন্য ৪-১-৪-১ দল সাজিয়েছিলেন রেনেডি সিং। রক্ষণে দেশীয় আদিল খান, অঙ্কিত মুখার্জি ও হীরা মণ্ডল এদিন গোলের মুখে খুব একটা সুযোগ দেয়নি মম্বইকে ।ডিফেন্সিভ মিডিও সৌরভ দাসকে কোচ বুঝিয়ে দিয়েছিলেন তার দায়িত্ব। ফলে চলতি মরসুমে এটিকে মোহনবাগানকে ৫ গোল দেওয়া মুম্বাই সিটি এফ সির আক্রমণ হয়েছে নখদন্তহীন ।আহমেদ জাহুকে থামাতে রেনেডির ছিল বিশেষ পরিকল্পনা।যার ফলশ্রুতি, মুম্বাই সিটি এফ সিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রীতিমতো হিমশিম খেতে হয় গোলের মুখ দেখতে। যদিও স্ট্রাইকারের সমস্যা ভুগিয়ে চলেছে লাল হলুদকে।মরশুম শুরুর আগে চিমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু যত ম্যাচ এগোচ্ছে চিমার খেলা দেখে নিরাশ হচ্ছেন সর্মথকরা। তথাপি হাতে বিকল্প ভালো স্ট্রাইকার না থাকাকে মেনে নিয়েই লড়ছেন রেনেডি।হতে পারে যে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষেই আছে লাল হলুদ কিন্তু রেনেডি দুটি ম্যাচেই কোচ হিসেবে অপরাজিত। প্রাপ্ত সুযোগের সদব্যবহার করলে আসতে পারত জয়ও ।নেটিজেন সমর্থকদের অনেকেই বলছেন,কোচ হিসেবে বিদেশী ভারী নামের চেয়ে অনেক কার্যকরী হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন অতীতের ফুটবল তারকা রেনেডি সিং। ভারতীয় কোচ খালিদ জামিল যে সাফল্য দেখাতে পেরেছেন আই এস এলে, তেমনই পূর্ন সময়ের দায়িত্ব পেলে সাফল্য আনতে পারেন কোচ রেনেডি সিং।এমনটাই মনে করছে ফুটবল মহল।
More Stories
কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট
সন্তোষ ট্রফির ফাইনালে জয়লাভ করল বাংলা ফুটবল দল
চতুর্থ ম্যাচে হারের পর প্রশ্ন একটাই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র পাবে ভারত?