সময় কলকাতা ডেস্ক:সুন্দরী প্রতিযোগীতায় বড় সাফল্য মালদার সুন্দরী তন্নিষ্ঠা ভৌমিকের। রাজ্য ও জাতীয় স্তরে পরপর চারটি সাফল্য অর্জন করার পর স্বাভাবিকভাবেই তার সাফল্যে গর্বিত তন্নিষ্ঠার পরিবার। মালদা শহরের সুভাষ পল্লী এলাকার কলেজছাত্রী তন্নিষ্ঠা ভৌমিক। কলেজে পড়াশোনার পাশাপাশি তার লক্ষ্য অভিনেত্রী হওয়া এবং মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া। তন্নিষ্ঠা কলকাতার আশুতোষ কলেজের ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক স্তরে পাঠরত। পড়াশোনার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে সে নিজেকে তৈরি করেছে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সাধারণ জ্ঞান সহ শরীরের যত্ন নেওয়া, হাঁটাচলা , বাচনভঙ্গির ও প্রশিক্ষণ নিয়েছে সে।
মালদা শহরের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা তন্নিষ্ঠা ভৌমিক এর বাবা তপন কুমার ভৌমিক কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। পরিবারের রয়েছেন তার দাদা অভিষেক ভৌমিক, বৌদি, মা এবং এক ভাইপো। ছোটবেলা থেকেই তন্নিষ্ঠার লক্ষ্য ছিল সুন্দরী প্রতিযোগিতায় সুনাম অর্জন করা। সেই লক্ষ্যেই ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বড় হওয়ার পর, পড়াশোনার পাশাপাশি ছোট ছোট সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে তন্নিষ্ঠা।
17 ই ডিসেম্বর মিস ওয়েস্ট বেঙ্গল আইগল্যাম প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে তন্নিষ্ঠা ভৌমিক। এর আগে 30 শে অক্টোবর মিস কলকাতায় প্রথম পাঁচজনের মধ্যে প্রথম স্থান দখল করেছিল তন্নিষ্ঠা। এছাড়াও ডিসেম্বর মাসে মিস নেক্সট ফেস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে তন্নিষ্ঠা। এই প্রতিযোগিতা দেশের বিভিন্ন রাজ্য আসাম, বিহার, সিকিম, ঝাড়খন্ড সহ অনেক জায়গা থেকেই একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 50 জন সুন্দরী কে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে তন্নিষ্ঠা ভৌমিক। পরপর চারটি সুন্দরী প্রতিযোগিতা সাফল্য অর্জন করে, তন্নিষ্ঠা এখন মালদার গর্ব।
তন্নিষ্ঠা স্বপ্ন মিস ইন্ডিয়া তারপর মিস ওয়ার্ল্ড হওয়া। সেই স্বপ্নকে ছোঁয়ার লক্ষ্যেই একের পর এক ধাপ পেরিয়ে চলেছে মালদার গর্ব তন্নিষ্ঠা ভৌমিক। মিস ইন্ডিয়াতেও তিনি অংশ নেওয়ার জন্য এখন নিচ্ছেন প্রয়োজনীয় পদক্ষেপ।
তন্নিষ্ঠা সাফল্যে গর্বিত মালদাবাসী। ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন চৈতালি সরকার জানিয়েছেন তন্নিষ্ঠা ভৌমিকের বাড়ি তার ওয়ার্ডে। এই ছাত্রীর সাফল্যের কথা তিনি শুনেছেন। তন্নিষ্ঠা শুধু তার ওয়ার্ডের মুখ উজ্জ্বল করেনি ।মালদার সমগ্র বাসিন্দাদের মুখ উজ্জ্বল করেছে । তার ভবিষ্যতে চলার পথে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন চৈতালি সরকার।
এখন দেখার আগামী দিনে চৈতালি তার স্বপ্ন পূরণ করতে পারে কিনা।
More Stories
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?
অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?
৩৭ বছরেই অভিনয়কে বিদায় জানাতে চান বিক্রান্ত মাসে? নেপথ্যে কোন কারণ?