Home » নির্বাচনের আগেই হিংসার ছবি বিধাননগরে,আক্রান্ত শাসকদল

নির্বাচনের আগেই হিংসার ছবি বিধাননগরে,আক্রান্ত শাসকদল

আক্রান্তসময় কলকাতা ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত বিধাননগর।অভিযোগ, রাতের বেলায় তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডের এই ঘটনায়, ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সামনেই বিধাননগর পুরসভার ভোট। ভোট জুড়ে প্রতিটি দল কোমর বেঁধে নেমেছে প্রচারে। বিধাননগরের ১২ নং ওয়ার্ডের এবারের প্রার্থী হয়েছেন সেলিমা বিবি মন্ডল।নির্বাচনের আগে শাসকদলের পতাকা ছেঁড়ার বিষয় নিয়ে সরব হয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা। তারা ইতিমধ্যেই, দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেছে।

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার পর, সেই তালিকায় নাম ছিল না এলাকার প্রাক্তন কাউন্সিলারের। তবে, এটি কি কোন রাজনৈতিক হিংসার দরুন শাসকদলকে বার বার আক্রমণ করা হচ্ছে, প্রশ্ন তুলছেন অনেকেই।

তৃণমূল নেতা আফতাব উদ্দিন জানান, “যারা টিকিট না পেয়ে এমন কাজ করছে, তাদের দলে ঢোকার রাস্তা চিরতরে বন্ধ।তারা যদি ভাবে নির্বাচনের পরে তারা আবার দলে ঠাঁই পাবে, তাহলে সেটা অলীকস্বপ্ন মাত্র।”

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায়, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার সহ তার তার চার সঙ্গীকে।স্বভাবতই, এই সকল ঘটনার জেরে বার বার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য- রাজনীতি। এবার অপেক্ষা শুধু দেখার, জনতার রায় কার দিকে সাড়া দেয়।

About Post Author