Home » ধূপগুড়িতে দুয়ারে দাঁতাল, ভাঙল তিনটি বাড়ি

ধূপগুড়িতে দুয়ারে দাঁতাল, ভাঙল তিনটি বাড়ি

সময় কলকাতা ডেস্ক : বারবার হাতির তাণ্ডবে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে তান্ডব চালায় হাতির দল যার ফলে বেশিরভাগ সময় প্রাণ যায় নিরীহ সাধারণ মানুষের। ফের লোকালয়ে হাতির তান্ডব।

ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা-২নং গ্রাম পঞ্চায়েতের দেওমালী এলাকায় হাতির তান্ডবে ভাঙলো তিনটি বাড়ি। রবিবার, ভোর নাগাদ হঠাৎ জোরে আওয়াজ, জানালা দিয়ে উঁকি মারতেই বাড়ির মালিকের চক্ষু চরকগাছ। দুয়ারে হাজির এক দাঁতাল হাতি। চার সন্তানকে নিয়ে প্রাণে বাঁচলেন সস্ত্রীক মোজাফফর মিঞা। পাশাপাশি আরও দুটি বাড়ির শোবার ঘরের বেড়া ভেঙে দিয়ে মজুত ধান, চাল সাবার করে দেয় হাতিটি। এরপর এলাকাবাসীর চিৎকারে নদী পার হয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি।

নিত্যদিন হাতির উৎপাতে অতিষ্ঠ হয়ে বনদপ্তর এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, বনের ভেতরে খাবারের সংকট। যার ফলে জঙ্গল থেকে প্রায় প্রতিদিনই লোকালয়ে বেরিয়ে আসছে হাতির দল। ঘটনার খবর পেয়ে সকাল ১০টা নাগাদ ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে গিয়ে এলাকা বাসির সাথে কথা বলেন সোনাখালী বিটের বিট অফিসার।

বিট অফিসার জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ক্ষতিপূরনের আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিন্তু নিত্য হাতির তান্ডব থেকে চলা এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন রয়েছে গ্রামবাসীদের মধ্যে।

About Post Author