Home » পুরভোট নিয়ে শাসকদলকে তোপ দিলীপ ঘোষের

পুরভোট নিয়ে শাসকদলকে তোপ দিলীপ ঘোষের

সময় কলকাতা ডেস্ক : শীতের মরশুমে বাড়ছে করোনা গ্রাফ। প্রতিদিন ভাঙছে ওমিক্রন আক্রান্তের রেকর্ড। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাবা বসিয়েছে করোনা। একের পর এক সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষ। একপ্রকার সব মহলেই করোনার উপস্থিতি জানান দিচ্ছে।

প্রতিদিনের মতন রবিবার সকালেও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন নিউটাউন ইকোপার্কে পুরভোট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন তিনি। করোনা পরিস্থিতিতে ভোট প্রচারে সভা মিছিল বন্ধ রাখার কথা বলছে কমিশন। এই প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন যদি বলে তাহলে বন্ধ করা উচিত। আমরা তো আগে থেকেই বলেছিলাম ভোট করার মতো পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয়। সফল হবে কিভাবে অনুকূল নেই পরিস্থিতি।”

এবিষয়ে তিনি আরও বলেন, “কমপক্ষে বিশ হাজারের বেশি সংক্রমন রোজ। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা যে এলাকা বেশি এফেক্টেড সেখানেই হচ্ছে নির্বাচন। বাকি মহানগরগুলোতেও সেইরকম পরিস্থিতি। সেই জন্য আমরা বলেছিলাম দুবছর ধরে নির্বাচন হয়নি যদি দু-এক মাস পিছিয়ে দেওয়া যায়, অসুবিধার কি আছে?”

এছাড়াও তিনি বলেন, “প্রশাসনের উদ্যোগ কি আমরা দেখতে পারছি না। স্কুল বন্ধ করে দেওয়া লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া। কলেজ স্ট্রিটের বই পাড়াতে বইমেলার মতো ভিড় কোথাও কিছু বন্ধ নেই একটা রেস্ট্রিকশন করা তো উচিত।”

About Post Author