সময় কলকাতা ডেস্ক : দেশে হু হু করে উপরে উঠছে কোভিডের গ্রাফ। পাশাপাশি, রাজ্যে প্রতিদিন আক্রান্তের নিরিখে, নিজের রেকর্ড নিজেই ভাঙছে এই মারন ভাইরাস। রাজ্যে, কলকাতার পরই, উত্তর ২৪ পরগণায় সবথেকে বেশী কোভিডে আক্রান্ত হয়েছে।
একদিকে প্রবল ঠাণ্ডা আর অন্যদিকে করোনার দাপট। এই যাঁতাকলের মধ্যে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। গাজোলের কদুবাড়ি সিংপাড়া এলাকার বেশ কয়েক ঘর বাসিন্দাকে এবার উচ্ছেদের হুকুম দিল রেল।
রবিবার রেল আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হন ওই বাসিন্দাদের কাছে । রেলের জমিতে তৈরি করা বাড়িঘর অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তারা। অসহায় মানুষরা কাকুতিমিনতি করলে মাত্র ৫ দিনের সময় দেওয়া হয় তাদের । তা না হলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রেল আধিকারিকরা ।
ওই এলাকার বাসিন্দা শেফালি অধিকারী, শ্যামানন্দ ভারতী সহ অনেকেই বলেন, ‘আমাদের কোথাও মাথা গোঁজার জায়গা নেই। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছি না।’ শীত ও করোনার মধ্যে এই পরিবারগুলিকে উৎখাত করার রেলের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সকলেই।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত