Home » জার্মানির পোডলস্কিকে মনে করালেন এটিকে মোহনবাগানের স্ট্রাইকার

জার্মানির পোডলস্কিকে মনে করালেন এটিকে মোহনবাগানের স্ট্রাইকার

 

আবুল কায়ুম : সময় কলকাতা

হালে আই এস এলে দ্ৰুততম গোলের রেকর্ড গড়েছেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস।অনেক সময় খেলা শুরু হতেই দর্শকরা নিজেদের আসনে ভালো করে গুছিয়ে বসার আগেই হয়ে যায় গোল।চটজলদি গোল করার ইতিহাসে উইলিয়ামস নিজের নাম খোদাই করলেও দেশে বিদেশে হওয়া ফুটবলের নিরিখে সকারের ইতিহাস দ্রুততম গোলের বহু চমকপ্রদ তথ্যে ঠাসা।

এবছরের আই এস এলে মুম্বাই সিটি এফ সি ম্যাচে কিক অফ হওয়ার প্রায় সাথে সাথে সতীর্থ হুগো বুমোসের বাড়ানো বল পেয়েই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন উইলিয়ামস। মাত্র ১৩ সেকেন্ডে গোল করে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার আইএসএলে দ্রুততম গোল ঠাঁই পেল ইতিহাসের খাতায়। ২০১৮ সালে জেরি মাউইমিংথাঙ্গা ২৩ সেকেন্ডে গোল করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন উইলিয়ামস। দীর্ঘদিন প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না উইলিয়ামস। জায়গা পেয়েই কার্যত চমকে দিয়েছেন উইলিয়ামস। আচমকা ১৩ সেকেন্ডে একটি দৃষ্টিনন্দন শটে তাঁর গোল ইতিহাস তৈরি করে দিল। অবশ্য ভারতীয় ফুটবলে এটি দ্রুততম গোল নয়। কলকাতা লিগের ম্যাচে মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৯৭৬ সালে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর ।বছর তিনেক আগে সেই রেকর্ড ভেঙেছিলেন কাতসুমি ইউসা নেরোকা এফ সি র হয়ে আই লীগে চার্চিলের হয়ে ১৩ সেকেন্ডে দ্রুততম গোল করে। কাতসুমিকে ছুঁয়ে যুগ্ম ভাবে এই রেকর্ড করে ফেললেন ডেভিড উইলিয়ামস। তবে ভারতের মাঠে দ্রুততম গোলটি আসে ২০২১ সালের আই লিগে। ট্রাউয়ের হয়ে রিয়্যাল কাশ্মীর এফ সির বিরুদ্ধে কোমরন তুর্সনব ৯ সেকেন্ডে গোল করেন । সেটিই ভারতীয় ফুটবলের দ্রুততম গোল।

ভারতীয় ফুটবলের পাশাপাশি বিশ্ব ফুটবলের দ্ৰুততম গোলের রেকর্ডও উল্লেখযোগ্য । বিশ্ব ক্লাব ফুটবলের আলোচনা উঠলেই সৌদি আরবিয়ান ক্লাব অল হিলালের স্ট্রাইকার নাওয়াফ আল আবেদের নাম প্রথমেই উঠে আসে।মাত্র দু সেকেন্ডে মধ্যে গোল করে ক্লাব ফুটবলে ২০০৯ সালে আলোড়ন সৃষ্টি করে রেকর্ড গড়েন তিনি।আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলটি অবশ্য রয়েছে জার্মানির লুকাস পোডলস্কির দখলে।তিনি ইকুয়েডরের বিরুদ্ধে ২০১৩ সালে তিনি ৬ সেকেন্ডে গোল করে নজীর গড়েছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুততম গোলের স্বীকৃতি পেলেও সেটি ছিল ফ্রেন্ডলী ম্যাচ। প্রকৃতঅর্থে, প্রতিযোগিতাপূর্ন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেন্টেকের ৮ সেকেন্ডে করা জিব্রাল্টারের বিরুদ্ধে গোলটি এখনও পর্যন্ত দ্রুততম ।।

About Post Author