Home » কাঁকিনাড়ায় দুঃসাহসিক চুরি, গেটের তালা ভেঙে আলমারি থেকে সাফ গয়না সহ লক্ষাধিক টাকার সামগ্রী

কাঁকিনাড়ায় দুঃসাহসিক চুরি, গেটের তালা ভেঙে আলমারি থেকে সাফ গয়না সহ লক্ষাধিক টাকার সামগ্রী

 

সময় কলকাতা ডেস্ক : দিনে দুপুরে চুরি কাঁকিনাড়ায় । ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া সুভাষপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । মেন গেটের দুটি তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নগদ টাকা সহ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । নীলাদ্রি ঘোষ কর্মসূত্রে  থাকেন হাওড়ায়, তার বাবা মা বাড়িতে তালা দিয়ে সম্প্রতি মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন । বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোর বাবা জীবন আলমারি সাফা করে দিয়ে চলে যায়।

সোমবার সকালে স্থানীয় প্রতিবেশীরা নীলাদ্রিবাবুকে ফোন করে জানান তাদের বাড়ির তালা ভাঙ্গা । খবর পাওয়া মাত্রই সোমবার দুপুরে নীলাদ্রি বাবু হাওড়া থেকে নিজের বাড়িতে এসে দেখেন তাদের সর্বস্ব খোয়া গিয়েছে । এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি।

 

 

About Post Author