সময় কলকাতা ডেস্ক : বালুরঘাট পৌরসভাকে খোলা চিঠি দিয়ে গ্রীনসিটির বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিলো বিজেপি ! প্রসঙ্গত, ২০১৩ সালে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড থাকাকালীন কয়েক কোটি টাকা খরচ করে এবং ঢাকঢোল পিটিয়ে বালুরঘাটের সৌন্দর্যায়নের জন্য গ্রীন সিটি প্রকল্প চালু করা হয়েছিল । কিন্তু বর্তমানে বকলমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর উদাসীনতার অভাবে গ্রীন সিটি বর্তমানে বেহাল হয়ে পড়ে রয়েছে। এমনই অভিযোগ করেন বালুরঘাট টাউন মন্ডল বিজেপির সভাপতি শ্রী সুমন বর্মন । তিনি আরোও অভিযোগ করেন যে, গ্রীনসিটি প্রকল্পের আফ্রিকান গাছগুলি পরিচর্যার অভাবে প্রায় লুপ্ত । তিনি অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী পাঁচবছরে যেদিন একবার বালুরঘাট শহরে আসেন সেদিন বালুরঘাট পৌরসভা তড়িঘড়ি করে মৃত গাছগুলিকে সতেজ করার জন্য রংচং করে দেয়।
সুমন বর্মন আরোও অভিযোগ করে বলেন যে গ্রীনসিটি প্রকল্পের মূর্তিগুলি ধুলোবালি পড়ে বেহাল দশায় পরিনত হয়েছে। সেগুলি প্রজাপতি না মৌমাছির মূর্তি চেনাই যায় না । তিনি কটূক্তির স্বরে বলেন হরিণের শুধু দেহ আছে মাথা নেই, বিশ্ব বাংলার শুধু ‘ব’ আছে বিশ্ব নেই! সর্বশেষে সুমন বর্মন বলেন যে, বালুরঘাট পৌরসভার প্রশাসকমন্ডলী যদি গ্রীন সিটি প্রকল্পকে রক্ষা করতে না পারেন তাহলে প্রশাসক মন্ডলীর পদ থেকে অবসর নিয়ে তারা যেন সন্ন্যাস জীবন যাপন করে । এই বিষয়ে বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রশাসক শেখর দাস গুপ্ত কে প্রশ্ন করলে তিনি বলেন বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমাদের প্রশাসনিক পদে থাকার সময় শেষ হয়ে আসছে, তার মধ্যেও যদি আমাদের দ্বারা এই সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করার সুযোগ থাকে তাহলে আমরা তো অবশ্যই করবো ।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত