Home » চিনের সঙ্গে লড়াই, লিথুয়ানিয়ার রাম (Rum) এবার তাইওয়ানের হাতিয়ার 

চিনের সঙ্গে লড়াই, লিথুয়ানিয়ার রাম (Rum) এবার তাইওয়ানের হাতিয়ার 

 

সময় কলকাতাঃ ২০ হাজার ৪০০ বোতল পানীয় রাম (Rum) রপ্তানির জন্য তৈরি করে ফেলেছিল লিথুয়ানিয়া।সেই পানীয় রপ্তানী হওয়ার কথা ছিল চিনে।কিন্তু বাধ সাধল লিথুয়ানিয়ায় তাইওয়ানের দূতাবাস খোলা নিয়ে।ফলে চিন বাতিল করে দেয় ওই বিশাল পানীয়ের বরাত।ঘটনার শুরু গতবছর।  ইউরোপের এইদেশটি সারা বিশ্বকে চমকে দিয়ে দেশের রাজধানীতে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি দেয়।আর তারপর লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে (vilnius)খুলে যায় তাইওয়ানের দূতাবাস। আর তাতেই ক্ষেপে লাল চিন। লিথুয়ানিয়াকে চিনের বৈদেশিক বানিজ্য দপ্তর ডি-লিস্ট করে কান্ট্রি অফ ওরিজিন রেজিস্ট্রার থেকে।আর এর ফলে বিপুল আর্থিক ক্ষতির সামনে এসে দাঁড়ায় ইউরোপের এই ছোট্ট দেশটি।বন্ধু দেশের বিপদ।তাও আবার চিনের দ্বারা।আসরে নামে তাইওয়ান সরকার। তাদের সরকারি কোম্পানি তাইওয়ান টোব্যাকো এ্যান্ড লিকার গত মাসে লিথুনিয়ার সেই বাতিল হওয়া পানীয়  রাম কিনে নেয় বিপুল অর্থে।

 

 

১৮৯৫ সালে চিন ও জাপান যুদ্ধের পর পৃথিবীতে নতুন দুটি ভুখন্ডে ভাগ হয় চিন।একটি দ্বীপ নিয়ে জন্ম নেয় তাইওয়ান। আর মূল ভূখণ্ড পরিচিতি পায় চিন হিসাবে।তারপর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরও চিন ফিরে পায় না সেই তাইওয়ান দ্বীপকে। মূল ভূখন্ডে অর্থাৎ চিন হাঁটা শুরু করে সামাজতন্ত্রের পথে।তাইওয়ান চলে ধনতন্ত্রের পথে।এরপর থেকে চিন সর্বত্র তাইওয়ান দ্বীপকে তাদের দেশের অংশ হিসাবে দাবী করে আসছে। এক্ষেত্রে বিশ্বের দরবারে তাইওয়ান দ্বীপ নিয়ে চিনের একটাই কথা ওয়ান চাইনিস প্রিন্সিপল পলিসি।

 

 

এযাবৎ কালে অলিম্পিক কিংম্বা অন্যান্য অন্তর্জাতিক মঞ্চে তাইওয়ান কে রিপাবলিক অফ তাইপে বলে পরিচিত দিয়ে আসছে অন্তর্জাতিক মঞ্চ।আসলে আন্তর্জাতিক বিশ্ব পিপলস রিপাবলিক অফ চিন, বলতে মূল ভূখন্ত চিনকে বোঝে।আর রিপাবলিক অফ চায়না বলতে তাইওয়ানকে চেনে।বিশ্বের তাবড় শক্তিধর দেশ তাইওয়ানে কিংম্বা তাদের দেশে দূতাবাস খোলেনি বা বলা ভাল খুলতে দেয়নি।ফলে, আলাদা দেশের স্বীকৃতি ও সেই অর্থে জোটেনি তাইওয়ানের।কিন্তুু সেই দেশের মানুষের লড়াই সারা বিশ্বের কাছে তাইওয়ানকে এক স্বাধীন দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছে ।

 

 

অন্যদিকে চিন বরাবর তাইওয়ান কে তাদের দেশের অংশ হিসাবে দাবী করে আসছে।আর এই বিরোধের ফলে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রাখা বেশীর ভাগ দেশই বানিজ্যিক প্রতিনিধি দপ্তর খুলে কাজ চালায়।ভারতও এই একই সম্পর্ক বজায় রেখে চলেছে।কিন্তুু ২০২১ সালের শুরুতে  সারা বিশ্ব চমকে ওঠে বাল্টিক দেশের অংশ লিথুয়ানিয়ার সিদ্ধান্তকে ঘিরে।বিশ্বের সবচেয়ে শক্তি্ধর দেশের অন্যতম চিনকে এইভাবে চ্যালেঞ্জে ছুঁড়ে দেওয়াকে ঘিরে।করোনা উত্তর পর্বে পৃথিবীতে চিনকে নিয়ে আশঙ্কার শেষ নেই।তার মধ্যেই বানিজ্যিক শক্তিকে প্রয়োগ করে তাইওয়ান আবার চিনকে নতুন করে চ্যালেঞ্জ জানাল পূর্ব ইউরোপের একটি দেশের পানীয় রাম (Rum) কিনে।

About Post Author