উৎপল রায়, বনগাঁ :
আর একটু হলেই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই এক সহকর্মীর হাতে খুন হয়ে যেতে পারতেন অধ্যক্ষ।জোর বেঁচে গেলেন অন্য সহকর্মীদের তৎপরতায়।
কলেজের মধ্যেই অধ্যক্ষকে কুপিয়ে খুন করতে ছুটে গেলেন কলেজের হিসাবরক্ষক। কলেজের অন্য কর্মীরা বাধা না দিলে হতে পারত বড় ধরণের অনর্থ।আক্রমণকারীকে আটকে খবর দেওয়া হয় পুলিশকে।উত্তর চব্বিশ পরগণার নহাটা মহাবিদ্যালয়ের ঘটনায় পুলিশ আটক করেছে রণপতি রায়কে।
গোপালনগর থানা এলাকায় নহাটার যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় সোমবার ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী হয়ে থাকল। কলেজের অধ্যক্ষকে মারধর করে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই হিসাবরক্ষকের বিরুদ্ধে।সোমবার বেলা বারোটা নাগাদ নহাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে হেনস্থা করে প্রাণঘাতী হামলার প্রচেষ্টা করেন হিসাবরক্ষক।
কলেজ অধ্যক্ষ ও কর্মীরা জানিয়েছেন বেলা সাড়ে ১১টা ৩০ নাগাদ হঠাৎ কলেজ অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত রণপতি রায় ।অভিযোগ, কিছুদিন আগের এক ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়ে না পাওয়ায় আচমকাই ক্ষেপে ওঠেন তিনি। এরপরে অধ্যক্ষের ঘরের দরজা আটকে রেখে তাঁকে মারধর করতে থাকেন ৷ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
কলেজের শিক্ষক কর্মী তপন মন্ডল বলেন আমরা অধ্যক্ষর চিৎকার করতে শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাঁকে মারধর করছে৷ অধ্যক্ষ জানান, মারধরের ফাঁকে আচমকা লুকিয়ে রাখা রামদা বের করে ছুটে আসেন তিনি। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সমবেত ভাবে জানান, তাঁদের বাধা পেয়ে রণপতি রামদা নিয়ে তাঁদের ওপরেই ঝাঁপিয়ে পড়েন । কোনোক্রমে ধস্তাধস্তি করে তার হাত থেকে দা কেড়ে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।দিনদুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য চরমে । শিক্ষক – অশিক্ষক কর্মী ও অধ্যক্ষ সকলেই এই ঘটনার পরে আতঙ্কে।।
More Stories
রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ফাঁসিদেওয়ায় জখম চিতাবাঘ! আহত চিতাবাঘটি চিকিৎসাধীন
আতঙ্ক পিছু ছাড়ছে না মৈপীঠবাসীর! নদীর পাড়ে ফের বাঘের পায়ের ছাপ
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা