সময় কলকাতা ডেস্ক : পাবজি প্রেম থেকে হৃদয় দেওয়া নেওয়া, এবার কর্ণাটকী কন্যার বিয়ে ধুপগুড়ি তে। অনলাইনে মন মজেছে আট থেকে আশি । একদিকে যখন যুব সমাজ বিভিন্ন সোশাল অ্যাপের মাধ্যমে বিভিন্ন শট ভিডিও রিল বানিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে , ঠিক সেই সময় যুব সমাজ মজেছে অনলাইন গেমে । ফ্রি ফায়ার! বর্তমানে মুঠোফোনে পাবজি ভক্ত হয়েছে ছেলে থেকে মেয়ে উভয়েই ।যদি কোথাও কোন ছেলে কিংবা মেয়েকে মাথা ঝুঁকিয়ে দুই হাতে ফোন টিপতে দেখি ।তবে অবশ্যই শুনতে পাব- এই ..মার ….মার ! আমাকে বাঁচা,এ ভাই গুলি দে, গুলি দে, সামনে দেখ সামনে দেখ! এরকম বহু আজগুবি আওয়াজ। ঘটনার সূত্রপাত এই অনলাইন গেম পাবজি থেকেই । খেলতে খেলতে দুই প্লেয়ারের মধ্যে শুরু হয় কথপোকথন । যা ধীরে ধীরে প্রেমের রূপ নেয় । পরিসমাপ্তি ঘটে শুভ পরিণয়ের মধ্যে দিয়ে।
জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়ার মধ্য বরাগাড়ী গ্রামের বছর ২৩ এর যুবক সাইনুর আলম অনলাইন গেমের মধ্য দিয়ে সম্পক তৈরি করে সুদূর আড়াই হাজার কিলোমিটার দূরে থাকা কর্ণাটকের তরুণী ফিরজা কাসিমের সঙ্গে । পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রেমের টানে কর্ণাটকী তরুণী আকাশ পথে পারি দিয়ে শিলিগুড়ি আসে! রীতিমতো ভাড়া গাড়ি নিয়ে প্রেমিকাকে নিজ গৃহে নিয়ে আসতে এয়ার পোর্টে পৌঁছে যান প্রেমিকও । এরপরেই বাড়িতে নিয়ে এলে স্থানীয়দের উপস্থিতিতে ছেলের পরিবার চার হাত এক করে দেয় । ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা ভিড় জমায় । এদিকে বিয়ের পরের দিনই ছেলের বাড়িতে হাজির হন মেয়ের বাবা সহ পরিবারের লোকজন । সামাজিকভাবে মান্যতা দিয়ে দুই পরিবার এক হয়ে যাওয়ার চিত্র ধরা পরে এদিন । ভাষা ও সংস্কৃতির দূরত্ব সত্ত্বেও সামাজিক ভাবে এই প্রেমের কাহিনীকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসো এলাকার বাসিন্দারাও।ফলে বলাই যায় মধুরেণ সমাপয়েৎ।
More Stories
শুধুমাত্র জিনিয়াসরা পেরেছেন নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনিও চেষ্টা করে দেখুন
আমজাদ খান : সাহিত্য-অনুরাগী গব্বর চায়ের নেশায় মোষ কিনে ফেলেছিলেন
OPTICAL ILLUSION: হাতে সময় ৫৫ সেকেন্ড, নিচের ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে ধাঁধার সমাধান করুন