Home » আত্মহত্যার আগে ফেসবুক পোস্ট তৃণমূল কর্মীর, কারণ এখনও অজানা

আত্মহত্যার আগে ফেসবুক পোস্ট তৃণমূল কর্মীর, কারণ এখনও অজানা

 

সময় কলকাতা ডেস্ক : পিকনিক থেকে ফিরে রাতেই আত্মহত্যা তৃণমূল কর্মীর।আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্ট শেষের কবিতার অংশ । নৈহাটির তৃণমূল কর্মীর সেই সোস্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা ।  নৈহাটির ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীর আত্মহত্যায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া ।২৮ নম্বর নৈহাটি শ্যামা সুন্দরী তলার সৌম্যকান্তি বিশ্বাস ভাটপাড়া পৌরসভায় জল প্রকল্পে কাজ করতেন। বছর ২৭ -এর সৌম্যকান্তি বিশ্বাস নিজেকে তৃণমূল কর্মী বলেই পরিচয় দিতেন । রবিবার রাতে সৌম্যকান্তির ফেসবুক ওয়ালে করা পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায় তার বন্ধু মহলে। এর পরই রাতে ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ ।

পরিবার সুত্রে খবর, রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিক করেন সৌম্যকান্তি । রাতে বাড়িও ফিরে আসে সে । এর পরই নিজের ফেসবুকে ২ টি পোস্ট করেন তিনি । রাতে সৌম্যকান্তির বন্ধুরা তাকে ফোনে না পেয়ে পরিবারের সদস্যদের জানায় । রবিবার রাত ১০ নাগাদ নিজের ঘর থেকে উদ্ধার হয় সৌম্যকান্তির দেহ । সৌম্যকান্তির কাকা জানায়, “রবিবার রাত ১০ নাগাদ সৌম্যকান্তির বন্ধুরা তাকে ফোনে না পেয়ে বাড়িতে খবর দেয় । এর পরই আমরা দোকান বন্ধ করে বাড়ি পৌঁছে ঘরে সৌম্যকান্তির ঝুলন্ত দেহ দেখতে পাই । পুলিশ কে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান ।”  কি কারনে আত্মঘাতী হলেন সৌম্যকান্তি তা এখনও জানা যায়নি । তবে  আত্মহত্যার কারন খতিয়ে দেখছে পুলিশ ।

About Post Author