সময় কলকাতা ডেস্ক : বেশ কিছু দিন আগে বাজারে চালান হয়েছিল প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম।সেই নিয়ে তোলপাড় হয় বাঙালির রান্নাঘর। আতঙ্ক ছড়িয়ে পড়ে আম জনতার মধ্যে। এবার সেই প্লাস্টিকের চালই দেওয়ার আভিযোগ উঠলো সংগ্রামপুর গ্রামের আইসিডিএস স্কুলের বিরুদ্ধে ।সুত্রের খবর, বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম পঞ্চায়েতের সংগ্রাম পুর গ্রামে গত দুই সপ্তাহ ধরে আইসিডিএস স্কুল মিড ডে মিলের চাল বিতরন চলছে । সেই চালেই মিশ্রিত ছিল প্লাস্টিক চাল, গ্রামের মানুষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে চালটি জলে দিলে লম্বা হচ্ছে , এছাড়াও আগুনে দিলে প্লাস্টিকের মতই জ্বলছে এটি। এই চালের গড়ন দেখেই বোঝা যাচ্ছে এটি অন্য ধরনের চাল অর্থাৎ প্লাস্টিকের চাল এমনটাই দাবি করছে সংগ্রামপুর গ্রামের মানুষ ।
এব্যাপারে গদারডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হংসরাজ বাউরী জানান, “আমরা খোঁজ নিয়ে দেখেছি অন্য কোন আইসিডিএস স্কুলের এমন ঘটনা ঘটেনি । তবে ওই আইসিডিএস স্কুলের কিভাবে এই চাল এলো তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ।” আসলেই কি এগুলি প্লাস্টিকের চাল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই । তবে এ ব্যাপারে বিষ্ণুপুর এর সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার জেলা শাসক কে দায়ী করেছেন । বাচ্চাদের ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে