সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা কে নব রূপে সাজিয়ে তুলেছেন। তা বলার অপেক্ষা রাখেনা।শুধু তাই নয় স্বাস্থ্য ব্যবস্থার দিকেও নজর রেখেছেন তিনি।কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীনের ৬ নম্বর জাতীয় সড়কের ধারে খেমাশুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দেখলে কে বলবে তার নির্দেশ জেলা স্বাস্থ্য আধিকারিকদের কানে পৌঁছেছে কিনা ।
ডাক্তারের রুমে ঝুলছে তালা
হাসপাতাল চত্বরে রয়েছে স্টাফদের থাকার কিছু কোয়ার্টার কিন্তু বর্তমানে তা একেবারেই জরাজীর্ণ,এবং তার উপর ভেঙে পড়ে রয়েছে বড় গাছ।অবশ্য এখন এই কোয়ার্টার গুলিতে কেউ থাকে না।অভিযোগ হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক।আর এর ফলে এলাকার বহু মানুষকে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ,খড়গপুর মহকুমা হাসপাতাল ও প্রেমবাজারে।শুধু তাই নয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান অনেক রোগী, বলে অভিযোগ।
মাত্র একজন চিকিৎসক আসেন তাও আবার কিছু সময়ের জন্য
প্রতি সোমবার এই হাসপাতালে চলে আউটডোর। মাত্র একজন চিকিৎসক আসেন তাও আবার কিছু সময়ের জন্য।বাকি দিন দেখা মেলেনা কোনো চিকিৎসকদের বলে অভিযোগ।অবশ্য আগে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেড ও চিকিৎসা পরিষেবা ভালো থাকলেও বর্তমানে তা উধাও। পাশপাশি ডাক্তারের রুমে ঝুলছে তালা। অভিযোগ এলাকার বহু মানুষের। দ্রুত যেন এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় সঠিক চিকিৎসা পরিষেবা শুরু হয় দাবি তুলছেন বহু মানুষ।
More Stories
শরীরে অতিরিক্ত মেদ জমে গিয়েছে? এই খাবার খেলেই মুক্তি, মত পুষ্টিবিদদের
শীতের সকালে কফিতে চুমুক আহা! রোজ খেলে কি ক্ষতি হয় জানা আছে?
ওজন কমাতে চিয়া বীজ খাচ্ছেন! এতে শরীরের কী ক্ষতি হচ্ছে জানেন?