সময় কলকাতা ডেস্ক : কাঁকিনাড়ায় প্রাচীন শিব মন্দিরে বিগ্রহ ভাঙা ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা।
স্থানীয় মানুষের কাছে জাগ্রত বলে পরিচিত মন্দিরে, বিগ্রহ ভাঙার ঘটনা ঘিরে রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে। বিজেপি যে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না তা পরিষ্কার করে ইতিমধ্যেই নিয়েছে সুস্পষ্ট অবস্থান। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে দিয়েছেন জেহাদি আখ্যা ।সাংসদ সংখ্যালঘু তোষণের অভিযোগ আনলেন শাসক দলের বিরুদ্ধে।
পুরভোটের আগে বিজেপি সনাতনী ধর্মীয় ভাবাবেগকে আহত করার অভিযোগ আনায় নতুনভাবে রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে বিষয়টি ঘিরে। ঘটনা ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ।
উল্লেখ্য,উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মানিকপীর এলাকায় অত্যন্ত প্রাচীন ও জাগ্রত বলে পরিচিত। আর এই মন্দিরের একটি বিগ্রহ ভেঙে দেওয়াকে ঘিরেই দেখা দিয়েছে চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রশাসন দ্ৰুত অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও এই ঘটনায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং দেখছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সাথে জেহাদি সংস্রব।
তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের উল্লেখ করে অর্জুন সিং জানান,শিব বিগ্রহ ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে স্থানীয় বিজেপি নেতা গোপাল সাউকে। অর্জুন সিং-এর মতে, মন্দিরে ভাঙচুর হলে তাকে সামান্য ঘটনার রূপ দিচ্ছে শাসক দল। তাঁর মতে, এ বিষয়ে তথাকথিত বুদ্ধিজীবীদের অবস্থান অত্যন্ত দুর্ভাগ্যজনক।।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত