সময় কলকাতা ডেস্ক :বৃহস্পতিবার বিকেলে লাইনচ্যুত হয়ে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার ফলে আহতর পাশাপাশি মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ট্রেনের লাইনচ্যুত হওয়ার পেছনে উঠে আসছে একাধিক তত্ব।
বৃহস্পতিবার দোমোহনি-নিউ ময়নাগুড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে।এক্সপ্রেস ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়,বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যার ফলে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।পাটনাথেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটির দুর্ঘটনায় পড়ার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল,ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে যায় ,তার জেরেই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক চল্লিশ কিমি তার বেশি থাকলেও তথ্যভিজ্ঞ মহলের মতে ,কেবলমাত্র গতিবেগজনিত কারণে এরকম দুর্ঘটনার কবলে ট্রেন পড়তে পারে না।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব বলেন ‘‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনমচ্যূত হয়েছে,আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে,রিলিফ ভ্যান পৌঁছায় ঘটনাস্থলে,ডিআরএম রাও গেছেন ঘটনাস্থলে,বাকি তথ্য এখনও জানতে পারিনি আমরা,জানলেই জানাব। ’’
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘‘রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন,এখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্ধার কাজ।”
সংশ্লিষ্ট ডিআরএম বলেন’‘প্রাথমিক ভাবে চারটি কামরা উল্টে গিয়েছে বলে খবর পেয়েছি,উদ্ধারের জন্য আলাদা আলাদা দল পাঠানো হয়েছে;’’….
পাশাপাশি,প্রত্যক্ষদর্শীদের মতে,দ্রুতগামী ট্রেন আচমকা ব্রেক কষার ফলেই ঘটেছে বিপত্তি।কুয়াশা ছিল না, হঠাৎ কি এমন ঘটল?সিগন্যালিং সমস্যা ছিল না বলেই প্রাথমিক ভাবে জানা গেছে।
অন্যদিকে,বিশেষজ্ঞরা মনে করছেন রেল লাইনে ফাটল থাকার কারণে দুর্ঘটনা ঘটতেই পারে। প্রশ্ন উঠছে রেল লাইন কি ঠিকমত রক্ষণাবেক্ষণ করা হয়নি?নাকি রেলচালকের ত্রুটি বা গাফিলতি ছিল তাও নিশ্চিত নয়। কেন সহসা এই দুর্ঘটনা তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ,ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন। রেলমন্ত্রী তাঁর করা টুইটে জানিয়েছেন, দ্রুতগতিতে উদ্ধারকাজ সম্পন্ন করতে পরিস্থিতির উপর ব্যক্তিগত ভাবে নজর রাখছেন তিনি। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে, রেলমন্ত্রক সূত্রে নিশ্চিত করা হয়েছে । রেল বোর্ডের চেয়ারম্যান ও রেলের ডিজি সেফটি যাচ্ছেন ঘটনাস্থল পরিদর্শনে । রেলের তদন্তের ফল প্রকাশ পেলেই রহস্যের প্রকৃত জট খুলবে।।
More Stories
কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
Jammu Kashmir Election: কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরে চলছে শেষ দফার ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসবে এগিয়ে আসার আহ্বান মোদির