Home » অবৈধভাবে জমিতে বালি ফেলার অভিযোগ

অবৈধভাবে জমিতে বালি ফেলার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক : ময়নাগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় জেসিবি লাগিয়ে অবৈধভাবে জমিতে বালি ফেলার অভিযোগ ওঠে । খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় ময়নাগুড়ির ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা । এদিন ঘটনাস্থলে উপস্থিত হন ময়নাগুড়ি থানার পুলিশ ।

এদিনের এই অভিযোগে জমিতে বালি ফেলা ও জেসিবি দিয়ে কাজ করার কোন বৈধ কাগজ দেখাতে পারেনি জমির মালিক । সে কারণে জেসিবি ও তার চালককেকে আটক করা হয়েছে । এছাড়াও ভূমি রাজস্ব দপ্তর থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেই সুত্রের খবর ।

ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার প্রসেনজিৎ বর্মন বলেন, বালি কোথা থেকে এলো তার তদন্ত শুরু হয়েছে । জেসিপি ও তার চালককে আটক করা হয়েছে । জমির মালিক ধীরেন রায় বলেন, “জমি আমার নিজের । জেসিবি ভাড়া নিয়ে এসেছিলাম। বালির জন্য অন্য আরেকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল । আপাতত কাজ বন্ধ রাখতে বলেছে আমি কাজ বন্ধ করে দিয়েছি।”

About Post Author