সময় কলকাতা ডেস্ক: ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বাইকচালকের। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন কান্দি কাটোয়া রাজ্য সড়কের ওপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকালের এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাইকচালককে ঘিরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া রাজ্য সড়কের ওপর হনুমান মন্দির চত্বর এলাকায় হওয়া ডাম্পার এবং মোটরবাইকের মুখোমুখি এই ধাক্কায় মোটরবাইকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “বারবার প্রশাসনকে বলা সত্বেও রাস্তার দু ধারের কাটা গাছপালা, ইটবালি পরিস্কার করা হয় না। যার জেরে, রাস্তায় গাড়ি ঘোরানোর সময় অসুবিধায় পড়তে হয় চালকদের। ফলে, প্রায়শই গাড়ি দুর্ঘটনা ঘটে।”
তারা আরও জানান, কান্দি থানার পুলিশ মৃত ব্যক্তির দেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় এখনো জানা যায়নি। কিন্ত গাড়ির রেজিস্ট্রেটেড নম্বর থেকে আব্দুল সামাদ নামের এক ব্যক্তির কথা জানা যায়। তবে, এই মৃত বাইকারোহীই সেই আব্দুল সামাদ কিনা তা এখনো স্পষ্ট নয়।ইতিমধ্যেই, কান্দি পুলিশ মৃতব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে