Home » কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ গেল এক কর্মীর

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ গেল এক কর্মীর

সময় কলকাতা ডেস্ক : নতুন এক সকালের খোঁজে সবাই নববর্ষকে আমন্ত্রণ জানায়। পুরনো দিনের বিষাদ ভুলে নববর্ষকে স্বাগত জানিয়েছিল গোটা বিশ্ব। কিন্তু নববর্ষের শুরু থেকেই যেন একের পর এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে চলেছে এ বঙ্গে। একদিকে করোনার রক্তচক্ষু, তারপর বৃহস্পতিবার ময়নাগুড়িতে মর্মান্তিক রেল দুর্ঘটনার পর শুক্রবার কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ গেল এক কর্মীর।

আজ, শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানবন্দরে কর্মরত সঞ্জীব রায় নামে এক ব্যক্তির।বিমানবন্দর সূত্রে খবর, ১৮ এবং ২০ নম্বর হ্যাকারের মাঝামাঝি ঘটে দুর্ঘটনাটি। ট্রাক্টর থেকে পড়ে যাওয়ার পর তার গায়ে ট্রাক্টর উঠে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হওয়ায় ওই ব্যক্তি মারা যান।

জানা গেছে, সঞ্জীব উত্তরবঙ্গের বাসিন্দা। কলকাতা বিমানবন্দরের হ্যাকারের কাছে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর থেকে পড়ে যায় সে এবং সেই ট্রাক্টরের চাকা তার গায়ে উঠে যায়। এরপরেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিনার পার্ক এর কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য দেহ আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরে।

About Post Author