সময় কলকাতা ডেস্ক : ভারতীয় জনতা পার্টির দেখানো হিন্দুত্ববাদী রাজনীতির পথেই হাঁটছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, এবার গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে রাজ্যের অবস্থান নিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। এদিনের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে ধুলিয়ানের গঙ্গা ভাঙ্গন নিয়ে প্রশ্ন করা হলে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সেচদপ্তরকে ভর্ৎসনা করে বলেন, রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। সেই প্রবাদ বর্তমানে বাস্তবায়িত করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ দফতর।
পাশাপাশি গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে রাজ্য সরকারের ভূমিকা আরো জোরদার করার দাবিও জানান তিনি। সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন, ”দিদিমণি গঙ্গাসাগর মেলা বন্ধ না করে দেখিয়ে দিল মোদি বলে আমি হিন্দু, আমি মোদির থেকে কম হিন্দু নই।” গঙ্গাসাগর মেলা থেকে আরো বেশি করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত