Home » কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতায় ডেস্ক:চারিদিকে ঘন কুয়াশা তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপের মতন রেলের চারটি কামরা। সারারাত উদ্ধারকার্য চলার পরও ,সকালেও চলছে উদ্ধার কার্য। এখনো খোঁজা হচ্ছে রেলের দুমড়ে মুচড়ে যাওয়া কোন ভাঙ্গা কামড়ায় আহত কেউ রয়েছে কিনা। উদ্ধারকারী এনডিআরএফ এবং রেলের উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে ভাঙাচোরা কামড়ায় এখনো কেউ রয়েছে কিনা তার খোঁজ চলছে এ দিন সকালেও একজনকে উদ্ধার করা হয়েছে। । রেলের লাইন পরীক্ষা করে দেখা হচ্ছে যে রেললাইনে কোন ফাটল কিংবা ফিশপ্লেট খোলা ছিল কিনা। ঘটনাস্থলে এখনো কয়েক হাজার গ্রামবাসীসহ উদ্ধারকারী দল এবং রেলের পদস্থ আধিকারিকরা রয়েছেন। রেললাইন কাটার দিয়ে কেটে নতুন রেললাইন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নটার সময় ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার রাতেই তিনি কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং সেখান থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর রেলমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মৃতের পরিবার পিছু 5 লক্ষ গুরুতর আহতদের এক লক্ষ এবং সামান্য আহতদের 25 হাজার টাকা  দেওয়া হবে।দুর্ঘটনার কারণে একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য পথে। এদিন যেমন কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘটনাস্থলে আসছেন তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘটনাস্থল পরিদর্শন সহ আহতদের সঙ্গে দেখা করবেন। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী ট্রেনের কামরায় ছিলেন বহু রাজস্থানের বাসিন্দা শিলিগুড়ির বাসিন্দা এবং বিহারের পাটনার বহু বাসিন্দা। প্যাসেঞ্জার লিস্ট ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। উদ্ধারকার্য এবং খোঁজ নেওয়ার জন্য রেলে তরফ থেকে যে হেলপ্লাইন দেওয়া হয়েছিল সেই হেল্পলাইন চালু রাখা হয়েছে।

দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য এবং খবরের জন্য এবং সহযোগিতার জন্য রেলের তরফ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার

Howrah station

Bsnl 033- 26402241,2242,2243 এবং 26413660।

Malda station helpline number.

03512-266000

03512-283444

। Railway helpline number +72228

Rly -72228 & 72229.

BSNL no & 72229.

BSNL- 03512 266000।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে আসার আগেই পৌঁছে গেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রীর জন বার্লা। ঘটনাস্থলে এসে তিনি জানিয়েছেন”এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে কি কারণে দুর্ঘটনা ঘটলো সেটাও খতিয়ে দেখা হবে”

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দমোহনির ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের আহত বহু। আহতদের ময়নাগুড়ি হাসপাতাল, জলপাইগুড়ি সদর হাসপাতাল ,উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। যে সকল যাত্রী সামান্য আহত হয়েছেন তাদের মধ্যে বহু যাত্রী এখনো ঘটনাস্থলেই রয়েছেন। সেই সকল যাত্রীকে তাদের গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। এই বীভৎস দুর্ঘটনার পরে পরে যেসকল গ্রামবাসী উদ্ধারকার্যে হাত লাগিয়ে ছিল তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

About Post Author