সময় কলকাতা ডেস্ক : মাঝরাতে আচমকা একটি বাড়িতে ট্র্যাক্টর ঢুকে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেখালিপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গিপুরে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে অলকা দাস নামে ওই মহিলা তার বাড়িতেই ছিলেন। জঙ্গিপুরের লালগোলা রাজ্য সড়ক থেকে যাওয়া একটি পাথর বোঝায় লরি আচমকায় নিয়ন্ত্রন হারিয়ে অলকা দেবীর বাড়িতে ঢুকে যায়। এই দুর্ঘটনার জেরে, আহত হন অলকা দাস সহ আরও ৩ জন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অলকা দেবীর। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যার জেরে ক্ষতি হয়েছে দুটি বাড়ির, মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছে ৩ জন। রাজ্য সরকারের কাছে আহত ও নিহতদের জন্য আর্থিক সাহায্যর দাবি জানান স্থানীয়রা।
মৃত মহিলার মেয়ে জুতিকা ভাস্কর জানান, “মা বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎই গভীর রাতে একটি লরি এসে তাকে চাপা দেয়। এরপর দুজন এসে তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্ত সে চেষ্টা বিফলে যায়, রাস্তায় মার মৃত্যু হয়। মায়ের শেষকৃত্য করার সামর্থ্য আমদের নেই। সাহায্য চাইছি।” পাশাপাশি, তিনি আরো অভিযোগ করেন, ক্ষতিপূরন ছাড়া লরি তুলতে না দেওয়ায় পুলিশ তার ভাইপোকে মারধর করেছে।
More Stories
পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের