সময় কলকাতা ডেস্ক : পুলিশকে লক্ষ্য করে পাচারকারীর গুলির ঘটনায় মৃত্যু হয় এক স্থানীয় যুবকের। মালদা জেলার কালিয়াচকের বালিয়াডাঙায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পেয়ে কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় অভিযান চালায়।
খবর মোতাবেক আসমাউল ও শাহাবুদ্দিন শেখ নামের ওই দুই ব্রাউন সুগার পাচারকারীকে ধরার জন্য ফাঁদ পাতে স্থানীয় পুলিশ। ব্রাউন সুগার লেনদেন করার সময় হাতেনাতে দুই পাচারকারী ধরে পুলিশ। তখনই আসমাউল শেখ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।পুলিশকে লক্ষ্য করে করা গুলি গিয়ে লাগে ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজীব শেখ নামের এক যুবকের পেটে।যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, তাকে বাঁচানো যায়নি।
শনিবার ভোররাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বছর ষোলোর ওই যুবকের। সূত্রের খবর, একটি সেভেন এম এম পিস্তল ও ৪০০ গ্রাম ব্রাউন সুগার সমেত আসমাউল শেখকে গ্রেফতার করে পুলিশ। তবে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তার সঙ্গী শাহাবুদ্দিন শেখ। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!