Home » বাংলার বারো মাসে তেরো পার্বনের বিনোদনের অঙ্গ বুলবুলি পাখির লড়াই

বাংলার বারো মাসে তেরো পার্বনের বিনোদনের অঙ্গ বুলবুলি পাখির লড়াই

 

বাংলার বার মাসে তের পার্বনের মাঝে ছড়িয়ে আছে  নানান উপকরন ।যেমন বিভিন্ন জেলায় পৌষ সংক্রান্তিতে নবান্ন উৎসব থেকে শুরু করে নানান ধরনের মেলার আয়োজন করা হয়।কোথাও আবার মোরগ লড়াইয়ের আয়োজনও করা হয়। তেমনই প্রতিবছর মকর সংক্রান্তির দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জীউর মন্দির প্রাঙ্গণে ঐতিহ্য মেনে বুলবুলি পাখির লড়াই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু মকর সংক্রান্তির দিন শুক্রবার প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি ।যার ফলে মন খারাপ হয় সারা গ্রামবাসীর।কারণ সারা বছরের এই টুকুই আনন্দ তাদের কাছে অক্সিজেনের মত কাজ করে।

তবে শনিবারই আকাশ পরিষ্কার হতে মন্দির কমিটির পক্ষ থেকে বুলবুলি পাখির লড়াই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।সেই মত বুলবুলি পাখির লড়াই অনুষ্ঠানের আয়োজন করা হয়।তবে করোনা পরিস্থিতির  জন্য বুলবুলি পাখির লড়াই এর প্রতিযোগিতায় উপস্থিত সকলেই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন ।

প্রায় ৪০০ বছরের প্রাচীন বুলবুলি পাখির লড়াইকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। তবে এই অনুষ্ঠানে আগের মত এদিন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড ও উড়িষ্যা থেকে সে ভাবে লোকজন আসেনি। স্থানীয় বাসিন্দারা অবশ্য উপস্থিত হয়েছিলেন । বুলবুলি পাখির লড়াই দেখতে হাজির হয়েছেন অনেকে। বুলবুল পাখির লড়াই প্রতিযোগিতায় গোপীবল্লভপুর দক্ষিণপাড়া ও বাজার পাড়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন অংশগ্রহণ করে। এই প্রতিযোগীতায় সাইকেল সহ বিভিন্ন পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে মন্দির কমিটি ।মন্দির কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়  করোনা বিধি মেনে শনিবার বুলবুলি পাখির লড়াই এর আয়োজন করা হবে। বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতায় কোন পাখির আহত হওয়ার ঘটনা ঘটেনি বলেও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়। তাই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে শনিবার গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জীউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বহু প্রাচীন বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতা।

 

About Post Author