Home » এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন বিরাট কোহলী

এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন বিরাট কোহলী

সময় কলকাতা ডেস্কঃ সীমিত ওভারের পর এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন বিরাট কোহলী।শনিবার টুইটার পোস্টে করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে মনোমালিন্য এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরেই টেস্ট ক্রিকেটে হারের পর বড় সিদ্ধান্ত নিলেন বিরাট

বিসিসিআই, রবি শাস্ত্রী ও মহেন্দ্র সিংধোনিকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং তাঁকে অধিনায়ক নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান কোহলী।২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথম বার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন কোহলী। প্রথম টেস্টে ধোনির চোট থাকায় কোহলী অধিনায়কত্বের দায়িত্ব সামলান। সেই সিরিজেরই তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা করেন ধোনি। ফলে শেষ টেস্টেও কোহলীকে নেতৃত্ব দিতে দেখা যায়। তারপর থেকেই তিনি একটানা  ভারতের টেস্ট  দলের অধিনায়কয়ের দায়িত্ব পালন করেন।

টি২০ বিশ্বকাপের আগে  অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট।  তারপরেই তিনি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে গো হারান হারের পর তিনি বোর্ডের সঙ্গে সঙ্ঘাতে জড়ান।তারপরই তিনি টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান।এবার সব ফরম্যাট থেকেই সরে দাঁড়ালেন কিং কোহলী।শেষ হল ভারতীয় ক্রিকেটের স্মরনীয় অধিনায়কত্বের একটি অধ্যায়।তবে এবার প্রশ্ন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের হাল কে ধরবেন? রোহিত না রাহুল? তা নির্ভর করছে বিসিসিআই-এর  টসের ওপর।

 

 

 

 

 

 

About Post Author