সময় কলকাতা ডেস্ক : বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি । ঘটনাটি ঘটেছে বরানগর নিয়োগী পাড়া অঞ্চলের দত্ত পরিবারে । কয়েকদিন আগে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যান দত্ত দম্পতি । বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ, দোতলা বাড়ির সমস্ত কিছু লন্ডভন্ড, খোয়া গেছে নগদ দেড় লক্ষ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার গহনা।
উল্লেখ্য, গত ২০২০ সালেও এইভাবে চুরির ঘটনা ঘটেছিল নিয়োগী পাড়ার দত্ত পরিবারের এই বাড়িতেই । তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি এমনটাই অভিযোগ বাড়ির কর্তা তারাপদ দত্তের । গৃহকর্তী তাপসী দত্ত জানান, যেভাবে চুরির ঘটনা ঘটে চলেছে বাড়িতে তাতে যে কোনো দিন দুষ্কৃতীরা তাদের প্রাণে মেরে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু