Home » বরানগরে দুঃসাহসিক চুরি

বরানগরে দুঃসাহসিক চুরি

সময় কলকাতা ডেস্ক : বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি । ঘটনাটি ঘটেছে বরানগর নিয়োগী পাড়া অঞ্চলের দত্ত পরিবারে । কয়েকদিন আগে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যান দত্ত দম্পতি । বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ, দোতলা বাড়ির সমস্ত কিছু লন্ডভন্ড, খোয়া গেছে নগদ দেড় লক্ষ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার গহনা।

উল্লেখ্য, গত ২০২০ সালেও এইভাবে চুরির ঘটনা ঘটেছিল নিয়োগী পাড়ার দত্ত পরিবারের এই বাড়িতেই । তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি এমনটাই অভিযোগ বাড়ির কর্তা তারাপদ দত্তের । গৃহকর্তী তাপসী দত্ত জানান, যেভাবে চুরির ঘটনা ঘটে চলেছে বাড়িতে তাতে যে কোনো দিন দুষ্কৃতীরা তাদের প্রাণে মেরে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা ।

About Post Author