Home » বারাসাতে বারবার আক্রান্ত বিজেপি,দলীয় কোন্দলই কি দুর্বলতা?

বারাসাতে বারবার আক্রান্ত বিজেপি,দলীয় কোন্দলই কি দুর্বলতা?

সময় কলকাতা ডেস্ক : আপাত শান্ত রাজনৈতিক সময় ফের বারাসাতে আক্রান্ত বিজেপি কর্মী। বারাসাতে নবপল্লীর বিজেপি নেতা মহম্মদ আলীর পর ফের আক্রান্ত বিজেপি কর্মী শংকর দাস।  এবার আক্রান্ত হলেন বিজেপি কর্মী শংকর দাস । রবিবার বারাসাত জেলা হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে আসেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । অভিযোগ,শনিবার রাত দশটায নাগাদ বারাসাত পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের শংকর দাস নামে এক বিজেপি কর্মী সহ তার পরিবারের সদস্যদের উপর ওই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা আচমকাই আক্রমণ করে । ঘটনায় শংকর দাস ও তার পরিবার গুরুতর আহত হয় ।

জানা গেছে, এলাকাবাসীরা তৎক্ষণাৎ তাদেরকে বারাসাত জেলা হাসপাতাল ভর্তি করে । আক্রান্ত বিজেপি কর্মী শংকর দাস জানান, তারা বারাসাত থানায় এফ আই আর দায়ের করতে গেলে পুলিশের পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি বরং তাদের একপ্রকার তাড়িয়ে দেওয়া হয় । ঘটনার খবর পেয়ে রবিবার সকালে আহত বিজেপি কর্মী শংকর দাস ও তার মেয়ে পিংকি দাসকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । আহত বিজেপি কর্মীর সাথে কথাও বলেন তিনি ।

এদিন বিজেপির বারাসাত জেলার নব নিযুক্ত সভাপতি তাপস মিত্র অভিযোগ করেন এর আগে ৭নম্বর ওয়ার্ড এ চন্দনপুর এলাকায় মহাম্মদ আলিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল বেরনোর পর  ঘর ছাড়া হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী । তাদের অভিযোগ ছিল শাশকদলের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিস তাদের ঘরে ফেরায়। দিন টা ছিল ১২ জুন। দুদিন পর দুষ্কৃতীরা বেধরক মারধর করে মহাম্মদ আলিকে । তাঁর বাড়ির মেজেতে ফেলে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম মহাম্মদ আলিকে চিকিৎসা করান হলেও মারা যান তিনি। ইতিমধ্যে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তেব্রিওয়াল ভোট পরবর্তী হিংসা সিবিআই তদন্ত এর নির্দেশ আদায় করতে সক্ষম হন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বারাসাতে তদন্তে আসে সিবিআই। তারপর আবার সেই ৭ নম্বর ওয়ার্ড এ আক্রান্ত হলেন আরেক বিজেপি কর্মী শঙ্কর দাস।

নতুন সভাপতি তাপস মিত্র জানান, শংকর দাস ও তার পরিবারের উপর যারা হামলা চালিয়েছে তাদের ইতিমধ্যেই সনাক্ত করা গেছে । বিজেপির নিছু তলার করমিদের প্রশ্ন বারাসাতে বারবার বিজেপি কেন আক্রান্ত হছহে?শুধুই কি শাসকের আক্রোশ নাকি নিজেদের কিছু দোষ তা খুঁজে দেখতে হবে।

About Post Author