সময় কলকাতা ডেস্কঃ ১৯৯৮ সাল। কংগ্রেস ভেঙ্গে বাংলায় এল এক নতুন রাজনৈতিক দল। আজ এক দশক ধরে রাজ্যের ক্ষমতায় তারা। সেই সময়ে প্রথম শ্রেনীর তৃণমূল নেতৃত্বের একজন ছিলেন পঙ্কজ বন্ধোপাধ্যায়। মমতা ব্যানার্জীর দীর্ঘ ও তীব্র রাজনৈতিক লড়াইয়ে পঙ্কজ বন্ধোপাধ্যায়ের ভূমিকা অনবদ্য। কিন্তুু রাজনৈতিক সন্ন্যাস ঠিক কেমন হয় তা হাতে কলমে রাজ্য রাজনীতিতে দেখিয়ে গিয়েছেন তিনি। দল ক্ষমতায় এলেও একবারও ফিরে তাকাননি তিনি।
সদ্য বিধানসভা ভোটে ধরাশায়ী বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন বাংলার গায়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যে দল পরাজিত। আর কেন্দ্রে কুরশি খুইয়ে বাবুলের ঘোষণা এবার রাজনৈতিক সন্ন্যাস। পুরানো পেশা গানেই ফিরবেন তিনি। কিন্তুু বসন্তের কোকিল গান গেয়ে উঠল মুকুল ধরা আম বাগানে। হ্যাঁ। ঠিকই জানেন। সেই বিজেপি নেতা ও মন্ত্রী বাবুল সুপ্রিয়র হেঁটে আসা সরণীতে আরও এক বিজেপি নেতা।
ঝাড়্গ্রাম জেলা বিজেপির মুখপাত্র’র পদ থেকে ও দল থেকে পদত্যাগ করলেন মৃণালকান্তি ভুঁইয়া। চিঠি দিয়ে তিনি লিখিতভাবে বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো সহ সমস্ত নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি দলের সদস্য পদও ত্যাগ করেছেন ।ঝাড়গ্রাম জেলা বিজেপির মুখপাত্র’র দায়িত্ব ছাড়াও বিজেপির ঝাড়গ্রাম জেলার শিক্ষক সংগঠনের কো-কনভেনার এবং বিজেপির বুদ্ধিজীবী সেলের কনভেনার ছিলেন তিনি। দলীয় কর্মীদের একাংশের দাবী সদ্য বিধানসভা ভোটের বিপর্যয়ের পর সবাইকে নিয়ে দলকে সাজাতে চেয়েছিলেন তাঁদের নেতা মৃনাল কান্তি ভুঁইয়া । তাঁর সেই কাজে জেলা নেতৃত্ব কোন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। মৃনাল কান্তি ভুঁইয়া বলেন, নিজের পারিবারিক ও শারীরিক সমস্যার জন্য দল ও পদ ছেড়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিনের বিজেপি কর্মীর হঠাৎ রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ঘোষণায় ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে মৃনাল কান্তি ভূঁইয়ার দল ছেড়ে দেওয়া সম্পর্কে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতোকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো কিছুই মন্তব্য করতে চাননি ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিজেপি পরাজিত হয়েছে। তারপর বিজেপির দখলে থাকা একাধিক গ্রাম পঞ্চায়েতও হাত ছাড়া হয়েছে। সম্প্রতি একাধিক বিজেপি নেতা ও কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এরই মাঝে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির মুখপাত্র দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা। সেও কি গায়ক বাবুল সুপ্রিয় মত রাজনৈতিক সন্ন্যাসের পথে চলেছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ঝাড়গ্রাম জুড়ে।
More Stories
টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির
ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ