সময় কলকাতা ডেস্কঃ দেশে প্রতিদিন বাড়তে থাকা করোনা পজিটিভিটি রেট মনে করিয়ে দিচ্ছে প্রথম, দ্বিতীয় ঢেউয়ের বিভীষিকাকে। জানুয়ারি মাসে ফুল ফর্মে ব্যাট করছে করোনা।প্রতিদিনই নিজের পুরোন দিনের রের্কডকে ছাপিয়ে যাচ্ছে এই মারন ভাইরাস।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন।। যা গত দিনের তুলনায় খানিকটা বেশী।ফলে, কোভিডের পজিটিভিটি রেট গিয়ে ঠেকছে ১৬.২৮ শতাংশে।পাশাপাশি, একদিনে করোনার থাবায় প্রান হারিয়েছেন মোট ৩১৪ জন ।তবে, বিশেষজ্ঞ ও চিকিৎসাকর্মীদের সবথেকে বেশী ভয়ের কারন অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এখনো পর্যন্ত করোনায় চিকিৎসাধীন, ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন।
এরাজ্যে নিম্নগামী কোভিডের গ্রাফ খানিকটা স্বস্তি দিচ্ছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ১৯ হাজার ৬৪ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই কম।রাজ্যে করোনার নিম্নগামী পজিটিভিটি রেট কিছুটা স্বস্তি দিচ্ছে।তবে উদ্বেগের কারন হল রাজ্যে একদিনের মৃত্যুর সংখ্যা নিয়ে। মৃত্যুর নিরিখে রেকর্ড করল বাংলা।স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বঙ্গে প্রান হারিয়েছেন, ৩৯ জন। একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯১৩২ জন।
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২লাখ ৭০ হাজার পার করেছে। তারমধ্যেই বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েণ্ট “ওমিক্রন”।বিশেষজ্ঞরা আগেই সতর্কবানী দিয়েছিলেন যে করোনার অন্যান্য ভেরিয়েন্টের থেকে এই নয়া স্ট্রেন “ওমিক্রন” অনেক বেশী সংক্রামক।স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে ইতিমধ্যেই মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৪৩ জন।
More Stories
Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Vinesh Phogat quit Railway Job: রাজনীতির ময়দানে নামার আগে রেলের চাকরিতে ইস্তফা বিনেশ-বজরংদের