সময় কলকাতা ডেস্কঃ বাংলায় একাধিক বার রেললাইনের দুর্ঘটনার কথা সামনে আসছে। বিকানের এক্সপ্রেসের বিভীষিকা কাটতে না কাটতেই, রবিবার ভয়াবহ রেললাইন দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন দত্তপুকুর লোকাল।শিয়ালদা-বনগাঁ শাখার একটি ট্রেন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটার হাত থেকে বাঁচে। রেলসূত্রে খবর, লাইনের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনাটি হওয়ার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
রবিবার ৫.৩০ মিনিট নাগাদ ডাউন ট্রেনটি বামনগাছি স্টেশন থেকে বারসাত যাওয়ার পথে ট্রেনের চালক হঠাৎই লাইনে প্রচন্ড শব্দ শুনতে পান। এহেন শব্দ শুনতে পেয়ে ভয়ে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা বাইরে বেড়িয়ে আসে।ট্রেন চালক সঙ্গে সঙ্গে বারাসাতে কন্ট্রোল অফিসে খবর দেয়। এরপর, রেল কর্মীরা ঘটনাস্থলে এসে লক্ষ্য করে লাইনের ফিসপ্লেট ভাঙা। এই ঘটনার জেরে, সকালবেলায় কয়েকটি ট্রেনে সময় সূচি বদলানো হয়। তারপর, রেল কর্মীরা তড়িঘড়ি করে ফিসপ্লেট লাগানোর ব্যবস্থা করে এবং সেগুলির পরীক্ষা নিরীক্ষা করার পর এই লাইনের ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়। যদিও, এই ঘটনায় কেউ আহত হননি। কিন্ত, বারবার এমন অসাবধানতার ছবি উঠে আসছে। এই ঘটনায়, সাধারন নিত্যযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু