সময় কলকাতা ডেস্ক : যাত্রী তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল শাসকদলের দুই ড্রাইভার ইউনিয়ন । ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । দীর্ঘদিন ধরেই এই বাসস্ট্যান্ডে শাসকদলের অটো ইউনিয়ন এবং শাসক দলের টোটো ইউনিয়ান যাত্রী তোলা নিয়ে রেষারেষি করে আসছে । রবিবার সকালে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে । যাত্রী তোলা নিয়ে দুই ইউনিয়নের চালকদের মধ্যে শুরু হয়ে যায় বচসা । তারপরই হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ইউনিয়নের তৃণমূল সমর্থক ড্রাইভাররা । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । এর পরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় । টোটো ড্রাইভারদের উত্তেজনা সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশবাহিনী ।
আরও অভিযোগ, তুলসিহাটা বাসস্ট্যান্ডের তৃণমূলের অটোচালক ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে থাকা মহিলাদের জন্য সরকারি শৌচালয় দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছে । এলাকার বাসিন্দারা বারবার প্রতিবাদ করেও কোন ফল হয়নি । উল্টো শাসকদলের নেতাদের চোখরাঙানি সহ্য করতে হচ্ছে । এদিকে অটো ইউনিয়ন চালকদের ওপর ওঠা এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব । ওই গ্রাম-পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধানের স্বামী আব্বাস আলী প্রকাশ্যেই স্বীকার জানিয়েছেন, তৃণমূল পরিচালিত অটোচালক ইউনিয়নের কর্মীরা শৌচালয় সামনে অফিস ঘর তৈরি করেছে ।
এদিকে গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আজ তুলসীহাটা বাসস্ট্যান্ড এলাকায় চলছে পুলিশের টহলদারি । যদিও গোটা ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতাদের অভিযোগ এলাকায় অশান্তি গুন্ডামি হিংসা ছড়ানোর জন্য তৃণমূল নেতৃত্বই দায়ী । রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করছে তৃণমূল সরকার। মানুষ এর জবাব দেবে । গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু