সময় কলকাতা ডেস্ক : রাজ্যের অন্যতম শিল্পনগরী হলদিয়া।এবারের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে।আর সেই শহরেই এবার রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র খুললেন অফিস। তাঁর কথায় হলদিয়ার মানুষকে পরিষেবা দিতে মন্ত্রী হিসাবে নয় বিধায়ক হিসাবে অফিস করবেন এখানে তিনি।
বিজেপিকে এদিন তিনি রাজনৈতিক সন্ত্রাসকারী দল বলে ব্যাখা করেন।তাঁর অভিযোগ সেই সন্ত্রাসকারী দলের বিধায়কের কাছে মানুষ কোন পরিষেবা পাচ্ছে না। মানুষ আমাদের দ্বারস্থ হচ্ছেন” দাবি করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আর এই দাবিতেই ভর করে হলদিয়াতে প্রতি শনিবার পৌরসভায় অফিসে বসবেন রাজ্যের এই মন্ত্রী। গত বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে বিধায়ক হন বিজেপির তাপসী মণ্ডল। তবে শাসক শিবির অভিযোগ তোলে, হলদিয়ার মানুষ কোনও রাজনৈতিক ও সামাজিক পরিষেবা না পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে ছুটে যাচ্ছেন। তাই হলদিয়ার মানুষের সুবিধার্থে তাঁদের ঘরের কাছেই অফিস খুলল শাসক শিবির।
গতকাল থেকেই হলদিয়া পৌরসভার একটি ঘরেই শুরু হয় মন্ত্রীর অফিস। হলদিয়ার মানুষ বা শিল্পাঞ্চলের মানুষ বিভিন্ন রকম সংশাপত্র এবং প্রাথমিক সুযোগ-সুবিধা পান তার জন্যই এই পদক্ষেপ বলে জানান সৌমেন মহাপাত্র। তিনি জানান, শুধু হলদিয়ার মানুষই নন, যে যে জায়গায় শাসক শিবির বিধায়ক পদে আসীন হননি সেইসব বিধানসভা কেন্দ্রের মানুষও পরিষেবার জন্য এই অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। তিনি জানান, হলদিয়ার মানুষ তমলুক, মহিষাদলে পরিষেবার জন্য ছুটে যাচ্ছে। তাঁদের সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ। যাতে মানুষকে তমলুক বা মহিষাদল বা অন্যত্র ছুটে যেতে না হয় তাই এই পদক্ষেপ করা হল। সৌমেন মহাপাত্র বলেন, “যে যে বিধানসভায় আমাদের মনোনীত প্রার্থীরা বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পারেননি, সেইসব জায়গার মানুষেরা পরিষেবা পাওয়ার জন্য আমাদের দ্বারস্থ হচ্ছে। তাই বিধানসভার মানুষকেই পরিষেবা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন মন্ত্রী হিসেবে নয়, বিধায়ক হিসেবে এখানে আসব।” দাবী রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের। বিজেপির বিরুদ্ধে আক্রমণ হেনে তিনি বলেছেন, “এখানকার যাঁরা নির্বাচিত প্রতিনিধি তাঁরা রাজনৈতিক সাম্প্রদায়িকতা করেন। তাই তাঁরা সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছেন।”
অপরদিকে এনিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন ব্যানার্জি বলেন, “শাসকদল তৃণমূল গোষ্ঠী কোন্দলে জেরবার। তাই জেলা জুড়ে এমন অফিস করবেন বলে জানানো হচ্ছে। হলদিয়ার জনগণ দুই হাত তুলে আশীর্বাদ করেছেন। তাঁরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপসী মণ্ডলকে নির্বাচিত করেছেন। এবং তিনি হলদিয়ার মানুষের পাশে আছেন সর্বক্ষণ। কিন্তু হঠাৎ কী এমন হল যে মন্ত্রী মশাই অফিস খুলে বসলেন প্রশ্ন তোলেন বিজেপি নেতা।উত্তরও দিলেন তিনি, ‘আসলে ওটা কাটমানি তোলার অফিস। গোষ্ঠী কোন্দলে জেরবার জেলার তৃণমূল। ছোট ছোট নেতারা টাকা তুলে এই কাটমানি অফিসে জমা করবেন মনে হয়।’ বলে দাবী করেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন ব্যানার্জি।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Mamata Banarjee: বীরভূমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, হল না মমতা-অনুব্রত সাক্ষাৎ