Home » নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মায়ের প্রেমিক

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মায়ের প্রেমিক

সময় কলকাতা ডেস্কঃ নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মায়ের প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি মেয়েকে ধর্ষণে প্রেমিককে সহযোগিতা করার অভিযোগে তার মাকেও পুলিশ গ্রেফতার করেছে৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দিন ইসলাম মন্ডল। অভিযুক্ত মায়ের নাম সুমিতা ভৌমিক।
শনিবার বনগাঁ চাইল্ড লাইন এর পক্ষ থেকে ঘটনার কথা জানিয়ে গোপালনগর থানা অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে রবিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিন ইসলামের সুমিতা ভৌমিকের বছর পাঁচেক ধরে প্রেমের সম্পর্ক রয়েছে৷ সম্পর্ক নিয়ে এলাকায় কানাঘুষো চলতে থাকলে বছর দুয়েক আগে তার নাবালিকা মেয়েকে প্রেমিকের কাছে টিউশন পড়তে দেয় সুমিতা। অভিযোগ এরপর বাড়িতে পড়াতে এসে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকা মাকে জানালে চুপ করে যেতে বলেন সুমিতা। অভিযোগ প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে মেয়েকে একাধিকবার গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়েছিল সুমিতা

দিন কয়েক আগে নাবালিকা ঠাকুমার কাছে ঘটনার কথা খুলে বলে। বৃদ্ধা ঠাকুমা চাইনি ফোন করে ঘটনার কথা জানালে চাইলেন এর পক্ষ থেকে গোপালনগর থানা দ্বারস্থ হয়।

About Post Author