সময় কলকাতা ডেস্কঃ পেঁয়াজ চারার বিক্রিবাটা না থাকায় চরম আর্থিক সংকটের সন্মুখীন হচ্ছেন বাঁকুড়ার পেঁয়াজ চাষীরা। কঠোর শ্রম দিয়েও পর্যাপ্ত উপার্জন না হওয়ায় চরম হতাশাগ্রস্ত তারা। চাষীরা পেঁয়াজের চারা উৎপাদনের জন্য জমিতে প্রায় ৩ মাস ধরে কাজ করে থাকেন।এরপর, মূলত অক্টোবর -নম্ভেম্বর মাসে এই পেঁয়াজ বিক্রিতে ভাটা, হতাশায় বাঁকুড়ার পেঁয়াজ চাষীরা তুলে ফেলার কাজ শুরু করেন তারা। তারপর, জানুয়ারি মাস থেকেই পুরো দমে বাজারে বিক্রি শুরু হয় এই পেঁয়াজ। এই বছর সময় মতো চাষীরা পেঁয়াজ চারা তুললেও বাজারে তেমন বিক্রি হচ্ছে না সেই পেঁয়াজ।
জানা গেছে, গত বছর, স্থানীয় মার্কেটে ১কিলো পেঁয়াজ চারা বিক্রি হয়েছিল প্রায় ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দামে।ফলে, এই বছরও বেশী দামে পেঁয়াজের চারা বিক্রির আশায়, জমি থেকে পেঁয়াজের চারা তুলে ফেলেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের কৃষকরা। তবে তাদের অভিযোগ, নাসিক থেকে বাঁকুড়াতে কম দামে পেঁয়াজের সাপ্লাইয়ের জন্য বাজারের এমন খারাপ পরিস্থিতি। যার জেরে, পেঁয়াজ বীজের বর্তমান বাজার দাম কিলো প্রতি- ৫ থেকে ১০ টাকায় এসে ঠেকেছে।
চাষীরা জানিয়েছেন, ৫ হাজার টাকা কিলো দরে ঝুরো পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার কিনে, জমিতে কঠোর পরিশ্রম করে এত কম বাজার দামে বিক্রি করার জন্যে দিশেহারা হয়ে পড়ছেন তারা।বিস্তীর্ণ জমিতে পরে রয়েছে তুলে রাখা পেঁয়াজ চারা।ফলে, এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার দিন গুনছেন বাঁকুড়ার পেঁয়াজ চাষিরা।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত
সুভাষ বসুকে খুনের সাজা ঘোষণা