শ্যাম বিশ্বাস, বসিরহাট :
গাড়ি রাখা নিয়ে বিবাদ ও দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তাল উত্তর চব্বিশ পরগণার বাগজোলা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর ও বোমাবাজি । গাড়ি রাখা ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ,রবিবার রণক্ষেত্রর রূপ নিল বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা।
ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে তেঁতুলিয়া-মগরারোডে রাস্তার পাশে ভাঙাচোরা কাচ লোহার দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে।শনিবারের রেশ চলে রবিবার দিনভর।রাজনৈতিক প্রাধান্য, এলাকা অভিযোগ,বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জামির হোসেন ঘটনাস্থলে এলে স্থানীয় পঞ্চায়েত সদস্য তরিকুল ও অনুগামীরা হামলা চালায় তাঁর ওপরে।কিছুসময়ের ব্যবধানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।আর এই ঘটনার জেরে রবিবার সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। রনংদেহী দুই গোষ্ঠী লোহার রড, বাঁশ ও লাঠি নিয়ে একে অপরের উপরে ঝাপিয়ে পড়ে। উভয়পক্ষের ১০ জন গুরুতর আহত অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি যদিও এই ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি।
ঘটনাস্থলে বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলেও সমগ্র বাগজোলা জুড়ে তুষের আগুনের মত চাপা উত্তেজনা রয়েছে। এলাকা শুনশান থাকলেও স্থানীয় মানুষ আশংকা করছেন রাত বাড়লে নতুন করে আবার অশান্তি কায়েম হতে পারে।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ