Home » কেঁচো খুঁড়তে কেউটে, একটির পরিবর্তে উদ্ধার ৩৬টি মোবাইল

কেঁচো খুঁড়তে কেউটে, একটির পরিবর্তে উদ্ধার ৩৬টি মোবাইল

সময় কলকাতা ডেস্কঃ এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠে এল।একটি হারিয়ে যাওয়া ফোনের তল্লাশি করতে গিয়ে রেল পুলিশের হাতে এল ৩৬টি অ্যান্ড্রয়েড ফোন।রবিবার রাতে রেল পুলিশ ৩৬টি মোবাইল সহ গ্রেপ্তার করে ৪ জনকে।

জানা গেছে, এই মোবাইলগুলির মোট বাজার মূল্য পাঁচলক্ষ টাকার কাছাকাছি।
রেল পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এক ব্যক্তি নৈহাটি জিআরপি স্টেশন থেকে তার মোবাইল হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন।ওই ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনের খোঁজ শুরু করে নৈহাটি রেল পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ, ৩৬টি মোবাইল সহ ৪জনকে গ্রেপ্তার করে। ওই ধৃতরা হল সমীর রায়, অমিত ভাওয়াল, সৌর্যদীপ পাল ও মনিরুল হক। তারা এতগুলো মোবাইল নিয়ে কি করত, কোথা থেকেই বা এত মোবাইল ফোন পেল তা নিয়ে তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে রেল্ পুলিশ। জানা গেছে, ধৃত ওই চার ব্যক্তিকে শিয়ালদা আদালতে পাঠানো হবে।

About Post Author