Home » মালদায় গ্রেফতার এক আগ্নেয়াস্ত্র পাচারকারী 

মালদায় গ্রেফতার এক আগ্নেয়াস্ত্র পাচারকারী 

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের বিভিন্ন এলাকায় চুপিসারে চলছে পাচার । এবার তেমনই এক ঘটনা ঘটল মালদায় । মালদার চন্ডীপুর ব্রিজ এলাকা থেকে উদ্ধার হল ৩ টি আগ্নেয়াস্ত্র । গোপন সূত্রে খবর পেয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ ।

রবিবার রাত্রে ইংরেজ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে । সোমবার ধৃত ওই যুবককে রিমান্ডের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আব্দুল বারিক । বাড়ি চাঁচোল থানা এলাকায় । ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ চন্ডীপুর ব্রিজ এলাকায় তল্লাশি চালায় । সেখান থেকেই গ্রেফতার করা হয় ওই যুবককে । এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ ।

About Post Author