সময় কলকাতা ডেস্কঃ দেশে প্রতিদিন বাড়তে থাকা করোনা পজিটিভিটি রেট মনে করিয়ে দিচ্ছে প্রথম, দ্বিতীয় ঢেউয়ের বিভীষিকাকে । জানুয়ারি মাসে ফুল ফর্মে ব্যাট করছে করোনা । প্রতিদিনই নিজের পুরোন দিনের রের্কডকে ছাপিয়ে যাচ্ছে এই মারন ভাইরাস । শিক্ষা প্রতিস্থান বন্ধের পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় জারি হয়েছে আংশিক লকডাউন । কোথাও একদিন বাদে একদিন খুলছে থাকছে দোকান বাজার আবার কোথাও সপ্তাহে টানা ৩ দিন বন্ধ থাকছে বাজার ।
সোমবার টিটাগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত বন্ধ সমস্ত দোকান বাজার শপিং কমপ্লেক্স। সোমবার সকালে এলাকা পরিদর্শনে যায় বীজপুর থানার পুলিশ। এলাকায় যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছে তাদের ধাওয়া করেন বীজপুর থানার পুলিশ । এর পাশাপাশি বেআইনিভাবে খুলে রাখা দোকান বন্ধ করে পুলিশ প্রশাসন । এক কথায় করোনা পরিস্থিতিতে সোমবার টিটাগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত সমস্ত দোকান বাজার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সফল করাতে থানার পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত