সময় কলকাতা ডেস্ক :
সময় কলকাতা পরিবেশিত সংবাদের জেরে এবার মুখ খুললেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।ডিয়ার লটারিকে ঘিরে ওঠা স্বচ্ছ-অস্বচ্ছ প্রশ্নে নয়া মোড়।সময় কলকাতার তোলা প্রশ্নকে কার্যত শিলমোহর দিয়ে অনুব্রত মন্ডল এবার জানিয়েছেন ডিয়ার লটারির সাথে তাঁর কোনো সংস্রব নেই। সময় কলকাতা সবার আগে গত সপ্তাহে করা প্রতিবেদনে জানিয়েছিল বিজ্ঞাপনী মোড়কে মানুষকে প্রলুব্ধ করার ফাঁদ ও অভিযোগ রয়েছে ডিয়ার লটারির প্রচারে।সেই প্রশ্ন এবার বিশেষ মাত্রা পেল অনুব্রত মন্ডলের বক্তব্যের পরে।
উল্লেখ্য, এর আগে অনলাইন লটারি সংবাদ এর লাইভ চলাকালীন দেখা গেছিল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষে সান্ধ্য লটারিতে পুরস্কার পেয়েছিলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। যদিও এ অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল কিনা তা নিয়ে সন্দেহ ছিল সময় কলকাতার । তবু যে ছবিটি ব্যবহৃত হয়েছে সেই ছবিটির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব অনুব্রত মণ্ডলের যথেষ্ট সাদৃশ্য থাকায় শোরগোল পড়ে যায় ।প্রশ্ন উঠতে থাকে এই অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল কিনা? কারণ জায়গার নাম হিসেবে দেওয়া রয়েছে বীরভূম । অনুব্রত মন্ডল জানিয়ে দিয়েছেন তিনি লটারিতে কোটি টাকার পুরস্কার জেতা দূরের কথা, তিনি ডিয়ার বা অন্য লটারির সাথে যুক্তই নন।
More Stories
Asian Champions Trophy Hockey: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গোলের বন্যা ভারতের, মালয়েশিয়াকে আট গোল দিলেন হরমনপ্রীতরা
US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম
কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার