Home » পেট্রাপোল বন্দরে নিষেধাজ্ঞা বিএসএফের

পেট্রাপোল বন্দরে নিষেধাজ্ঞা বিএসএফের

সময় কলকাতা ডেস্ক: সোমবার সকাল থেকেই কোনো ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত কর্মীকে ঢুকতে দিচ্ছে না বিএসএফ কর্মীরা।ফলে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।ট্রান্সপোর্ট এর সঙ্গে যুক্ত কর্মীদের আইসিপিতে ঢুকতে দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দরে এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ করে দেয় বনগাঁ ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।

ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য, পেট্রাপোল আইসিপির মধ্যে প্রায় শতাধিক কর্মী আছেন তাদের কাউকেই বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না বিএসএফ। এর ফলে সমস্যায় পড়ছেন তারা। যতক্ষণ না এই সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ তারা এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ রাখবেন।

About Post Author