সময় কলকাতা ওয়েবডেস্ক : মর্মান্তিক এক ঘটনায় আগুনে পুড়ে প্রাণ গেল একাধিক কুকুর শাবকের। মায়ের চোখের সামনে আগুনে পুড়ে শাবকগুলির মৃত্যু হয় । অভিযোগ উঠছে, মাত্ৰ দুদিন বয়সী কুকুর শাবকদের প্রাণ গেল স্থানীয় মানুষের উদাসীনতায়। নিজেদের আত্মরক্ষার্থে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা নিজেরা নিরাপদ দূরত্বে থাকলেও আগুনের গ্রাসে থাকা কুকুরদের বাঁচাতে কার্যত ছিল নির্বিকার।সন্তানহারা মা কুকুর ঘটনার বহু পরেও করুণ চোখে খুঁজছিল শাবকদের। মানুষের উদাসীনতা ও অবলা মা কুকুরের অসহায়তার ছবি ফুটে উঠল সোমবার সিঁথির অগ্নিকাণ্ডে।
আগুনের লেলিহান শিখা গ্রাস করে মানুষের স্থাবর-অস্থাবর সম্পত্তি। আগুন লাগলে মাঝেমধ্যে প্রাণও হারায় মানুষও । আগুনের প্রাবল্য দেখলে নিজেদের আত্মীয় স্বজন ও শিশুদের বাঁচাতে চেষ্টা করে মানুষ। কিন্তু অনেক সময় অবলা জীবের প্রাণ বাঁচানোর কথা ভুলে যায় তারা।সোমবার সকালে সিঁথির রামলীলা ময়দানের কাছে বস্তিতে লাগা আগুনের জেরে কয়েকটি বাড়ি পুড়ে ছাই হলেও কোনও মানুষ সৌভাগ্যক্রমে হতাহত হয় নি। কিন্তু নিজেদের প্রাণ বাঁচানোর পাশাপাশি আগুনে আটকে থাকা কুকুর শাবকদের বাঁচাতে একান্তই উদাসীন ছিল তাঁরা। “আপনি বাঁচলে বাপের নাম,”এমন ভাবই যেন ধরা পড়ল স্থানীয় বস্তিবাসীদের বক্তব্যে। তথাপি মানুষ যে কতটা আত্মকেন্দ্রিক তার প্রমাণ মিলল এদিনের আগুনের ঘটনায়। বেশ কয়েকটি সদ্যজাত কুকুর পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে।।
দমকল ঘটনাস্থলে আসতে দেরী করায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।এরমধ্যেই,ঘটনাস্থলে দেখা গেল,দুদিন আগে শাবক প্রসব করা মা কুকুর অসহায় ভাবে ছুটছে দিকেদিকে।কার কাছে অভিযোগ জানাবে তা তার অজানা। চোখে শূন্যতা নিয়ে শিশুকুকুরদের খুঁজে চলল অবলা জীবটি। অবলা হলেও সেও যে মা, মা কুকুরের অভিব্যক্তিতে তেমনটাই প্রকাশ পেয়েছে এদিনের মর্মান্তিক ঘটনায়।।
More Stories
OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনিও চেষ্টা করে দেখুন
Asian Champions Trophy Hockey: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গোলের বন্যা ভারতের, মালয়েশিয়াকে আট গোল দিলেন হরমনপ্রীতরা
OPTICAL ILLUSION: শুধু মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?