Home » ২০০৪ সালে শিলান্যাস,কাজ শুরু ২০২২ এ

২০০৪ সালে শিলান্যাস,কাজ শুরু ২০২২ এ

সময় কলকাতা ডেস্কঃ প্রায় দু’দশক আগে ৪১ নম্বর জাতীয় সড়কের বর্তমানে বাড়ঘাসিপুর মৌজায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করা হয়। ৩৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে, একটি ইন্ডোর স্টেডিয়াম, সুইমিং পুল, ট্রেনিং গ্রাউন্ড, আবাসিক ক্রীড়াবিদদের জন্য আধুনিক হস্টেল গড়ে তোলার নকশা তৈরি করে একটি নামী সংস্থা ।

একই সঙ্গে বিভিন্ন শিল্প সংস্থার কর্মীদের জন্যেও আবাসন তৈরির উদ্যোগ নেওয়া হয় কমপ্লেক্সের পাশেই । এজন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয় হলদিয়া পুরসভার । তৎকালীন পুরবোর্ড সিদ্ধান্ত নিয়ে ওই বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ও আবাসন তৈরির জন্য প্রায় ৬৫ একর জমি লিজে দেয় । আবাসনের জন্য ২৮ একর এবং বাকি জমি স্টেডিয়ামের জন্য দেওয়া হয় । ঠিক হয়, আবাসনের ফ্ল্যাট বিক্রির অর্থ ওই সংস্থা বিনিয়োগ করবে স্টেডিয়াম তৈরির জন্য । ২০০৪ সালের ২৪ জানুয়ারি ওই স্টেডিয়ামের শিলান্যাস করেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। এরপর স্টেডিয়াম তৈরির কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায় ।

হলদিয়া পুরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্টেডিয়াম তৈরির কাজ বন্ধ থাকায় স্থানীয় মানুষের দাবি মেনে পুরসভা নিজের উদ্যোগে সে কাজ শুরু করার পরিকল্পনা করে । ২০১৯-২০ সালের বাজেটের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করে পুরসভা । ২০২০ সাল নাগাদ নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে পুর কর্তৃপক্ষ। ওই সংস্থা তখন হাইকোর্টে মামলা দায়ের করে। এরপর ২০২১ সালে সুধাংশুবাবু নতুন চেয়ারম্যান হওয়ার পর ফের স্টেডিয়াম তৈরি নিয়ে সক্রিয় হন।

তিনি বলেন, স্টেডিয়ামের জমি নিয়ে বাম আমল থেকে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা থেকে গিয়েছিল । তখন ওই জমির চরিত্র বদল করা অর্থাৎ ল্যান্ড কনভারসনের কাজ হয়নি । পরে জেলা ভূমিদপ্তরের কাছে গিয়ে পুরসভা থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় করে ওই জমির চরিত্রে বদল করা হয়েছে । বর্তমানে আগের ওই নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠক করে সমস্যা মেটানো হয়েছে । তারা নতুন করে স্টেডিয়ামের ডিপিআর তৈরি করে কয়েক কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন ।সংস্থাটি জানিয়েছে, জানুয়ারিতেই কাজ শুরু হয়ে যাবে।

About Post Author