আবুল কায়ুম : সময় কলকাতা ডেস্ক
পরপর দু’বার ফিফা’র বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করলেন পোল্যান্ডের তারকা লেওয়ানডস্কি । ২০২১সালে বর্ষসেরা ফুটবলার হিসাবে লেয়নডস্কিকে বেছে নিল ফিফা। মেসি এবং মহম্মদ সালাহকে পিছনে ফেলে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করলেন লেওয়ানডস্কি। ফিফার বিচারে লিওনেল মেসিকে দ্বিতীয় স্থানে রেখে বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের তারকা।
দেশের সঙ্গে সঙ্গে ক্লাব খেলাতেও নজরকাড়া ফুটবল খেলে ছিলেন এই তারকা। বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে সর্বকালের সেরা পারফর্মেন্স করেছিলেন লেওয়ানডস্কি ৷ গত মরশুমে বুন্দেশলিগায় ৪১টি গোল করেছেন এই তারকা ৷সেই সঙ্গে লিগে ৩০০ গোল করে স্পর্শ করেছিলেন কিংবদন্তি গার্ড মুলারের কীর্তিকে। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দেশের জার্সিতে ৮ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।
২০১৯ সালে শেষবার বর্ষসেরা ফুটবলারের খেতাব পেয়েছিলেন লিওনেল মেসি । মেসিই সর্বোচ্চ এই খেতাব জিতেছেন। এরপর রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ২০২১ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে ছিলেন ৩ জন ফুটবলার লিওনেল মেসি, মহম্মদ সালাহ এবং রবার্ট লেওয়ানডস্কি ৷ সবাইকে পিছনে ফেলে নিজের খেতাব নিজেই ধরে রাখলেন লেওয়ানডস্কি।
More Stories
বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!
হঠাৎ কি এমন হলো বেতন কমছে বিরাট-রোহিত-জাডেজার?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা, ODI ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ!