Home » ইটের পিকআপ ভ্যান আটকে পুলিশের দাদাগিরি 

ইটের পিকআপ ভ্যান আটকে পুলিশের দাদাগিরি 

সময় কলকাতা ডেস্কঃ তিস্তা সেতুতে ইট ভর্তি পিকআপ ভ্যান আটকে পুলিশের দাদাগিরি । এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গামী জাতীয় সড়কে একটি ইটের পিকআপ ভ্যান আটকে টাকা নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে ইট ভর্তি গাড়ি তিস্তা সেতু মাঝামাঝি দাঁড় করিয়ে পথ অবরোধ করেন গাড়ির চালক । তিস্তা সেতুতে বন্ধ হয়ে যায় যান চলাচল । ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয় জলপাইগুড়ি তিস্তা সেতুতে ।

অভিযোগ, এদিন ময়নাগুড়ি থেকে রাজারহাট গামী ইট ভর্তি একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । মদ্যপ অবস্থায় ওই পুলিশ আধিকারিক চালকের কাছ থেকে টাকা চান বলেই দাবি চালকের । পিকআপ ভ্যানের কাগজপত্র ঠিক থাকলেও জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন ওই পিকআপভ্যানের চালক । এরপর তিস্তা সেতুর মাঝেই ওই পুলিশকর্মীর সাথে বচসায় জড়িয়ে পরেন ওই গাড়ির চালক । অভিযুক্ত পুলিশ আধিকারিক বলেন, টাকা নেওয়ার বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল । তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় থাকার যে অভিযোগ উঠেছে তাও মিথ্যে বলেই জানান তিনি ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ । ট্রাফিক আধিকারিক প্রভাস ঠাকুর বলেন, “সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল । পুলিশের টাকা চাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না ” । কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়কে পুনরায় শুরু হয় যান  চলাচল ।

About Post Author