সময় কলকাতা ডেস্কঃ তিস্তা সেতুতে ইট ভর্তি পিকআপ ভ্যান আটকে পুলিশের দাদাগিরি । এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গামী জাতীয় সড়কে একটি ইটের পিকআপ ভ্যান আটকে টাকা নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে ইট ভর্তি গাড়ি তিস্তা সেতু মাঝামাঝি দাঁড় করিয়ে পথ অবরোধ করেন গাড়ির চালক । তিস্তা সেতুতে বন্ধ হয়ে যায় যান চলাচল । ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয় জলপাইগুড়ি তিস্তা সেতুতে ।
অভিযোগ, এদিন ময়নাগুড়ি থেকে রাজারহাট গামী ইট ভর্তি একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । মদ্যপ অবস্থায় ওই পুলিশ আধিকারিক চালকের কাছ থেকে টাকা চান বলেই দাবি চালকের । পিকআপ ভ্যানের কাগজপত্র ঠিক থাকলেও জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন ওই পিকআপভ্যানের চালক । এরপর তিস্তা সেতুর মাঝেই ওই পুলিশকর্মীর সাথে বচসায় জড়িয়ে পরেন ওই গাড়ির চালক । অভিযুক্ত পুলিশ আধিকারিক বলেন, টাকা নেওয়ার বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল । তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় থাকার যে অভিযোগ উঠেছে তাও মিথ্যে বলেই জানান তিনি ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ । ট্রাফিক আধিকারিক প্রভাস ঠাকুর বলেন, “সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল । পুলিশের টাকা চাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না ” । কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়কে পুনরায় শুরু হয় যান চলাচল ।
More Stories
লটারি দুর্নীতিতে মধ্যমগ্রামে তল্লাশি ইডির
অফিস টাইমে নিয়মিত ট্রেন লেট! ক্ষিপ্ত যাত্রীরা, লাইনে নেমে প্রতিবাদ খড়গপুর শাখায়
বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে