সময় কলকাতা ডেস্ক : বলিউডে একের পর এক তৈরি হয়েছে বায়োপিক এবং তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সে হিসেবে টলিউডে খুব কম বায়োপিক তৈরি হয়েছে। বলা ভালো, সেই অর্থে বাংলা ছবিতে বায়োপিকের সংখ্যা একেবারেই তলানিতে।
রাজ্য তথা ভারতীয় রাজনীতির জগতে এক প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বায়োপিকে চিত্রনাট্য লেখার কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন বাংলা সিনেমার নামী চিত্রনাট্য লেখক এন কে সলিল।
এন কে সলিল জানান, জ্যোতি বসুর জীবনী নিয়ে চিত্রনাট্য লিখতে আগ্রহী তিনি। কারণ মানুষটার মধ্যে খনি আছে। তিনি নিজে টানা ২৩ বছর ক্ষমতায় থেকে দল চালিয়েছেন। তিনি এও বলেন, বর্তমান সময়ের রাজনীতিও অনেকটাই বামপন্থা ঘেঁষা। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নিজে বলেছেন তিনি বামপন্থা মনষ্ক। তাই জ্যোতি বসুকে নিয়ে নতুন কিছু জানাতে আগ্রহী এন কে সলিল।
একসময়, টলিউডে একচেটিয়া কাজ করে নাম করেন এন কে সলিল। চিত্রনাট্য ছাড়াও জনপ্রিয় তার সংলাপ। ‘তুলকালাম’, ‘এম এল এ ফাটাকেষ্ট’, ‘পাগলু’, ‘চ্যালেঞ্জ’ এর মতো ছবির চিত্রনাট্য তারই লেখা।
১৯১৪ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন জ্যোতি বসু। ২০১০ এর ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারা জীবন রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই মানুষটি ছিলেন সাহিত্য সংষ্কৃতি মনষ্ক। তাঁর এই বায়োপিক চলচ্চিত্রপ্রেমী দর্শকদের মধ্যে একটি প্রামাণ্য দলিল হিসাবে থেকে যাবে তা বলাই বাহুল্য।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?